সূরা আবাসা তাফসীর । তাফসীরুল কুরাআন

সূরা আবাসা তাফসীর । তাফশিরুল কুরাআন

সূরা আবাসা তাফসীর । তাফসীরুল কুরাআন >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা আ’বাসা আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৭৩ঃ সূরা আবাসা তাফসীর

৩৩৩১. আয়িশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, “আবাসা ওয়া তাওয়াল্লা” সূরাটি অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনি উম্মু মাকতূম [রাদি.] প্রসঙ্গে অবতীর্ণ হয়। রসুলুল্লাহ [সাঃআঃ]-এর কাছে এসে তিনি বলিতে লাগলেন, হে আল্লাহর রাসূল! আমাকে দ্বীনের সঠিক পথ বলে দিন। সে সময় রসুলুল্লাহ [সাঃআঃ]-এর মাজলিসে মুশরিকদের এক নেতৃস্থানীয় লোক হাযির ছিল। তাই রসুলুল্লাহ [সাঃআঃ] তাকে এড়িয়ে চলেন এবং উক্ত নেতার প্রতি মনোযোগ দেন। ইবনি উম্মু মাকতুম [রাদি.] বলেন, আপনি কি মনে করেন-আমি যা বলছি তা মন্দ? তিনি বলিতে থাকেনঃ না। এ প্রসঙ্গে সূরাটি অবতীর্ণ হয়।

হাদীসটির সানাদ সহীহ। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান গরীব। এ হাদীস কিছু বর্ণনাকারী হিশাম ইবনি উরওয়াহ হইতে, তার বাবার সূত্রে রিওয়ায়াত করিয়াছেন। তিনি বলেন, “আবাসাহ ওয়া তাওয়াল্লা” সূরাটি ইবনি উম্মু মাকতূম [রাদি.] প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। তিনি এ সনদে আয়িশাহ [রাদি.]-এর প্রসঙ্গ উল্লেখ করেননি। – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস

৩৩৩২. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

নাবী [সাঃআঃ] বলেছেনঃ তোমাদেরকে ক্বিয়ামাতের দিন নগ্নপদে, নগ্নশরীরে ও খাতনাহীন অবস্থায় উঠানো হইবে। এক মহিলা {আয়িশা [রাদি.]} বলেন, তবে কি আমাদের একে অন্যের গুপ্তস্থান দেখিতে পাবে! তিনি বলিলেন, হে অমুক! “সেদিন তাহাদের সবার এরূপ গুরুতর পরিনতি হইবে যা তাকে সম্পূর্ণরূপে ব্যতিব্যস্ত রাখবে”- [সূরা আবাসা ৩৭]।

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ। এ হাদীসটি একাধিক সনদে ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিত আছে। এটি সাঈদ ইবনি জুবাইরও বর্ণনা করিয়াছেন। এ অনুচ্ছেদে আয়িশাহ [রাদি.] হইতেও হাদীস বর্ণিত আছে। সূরা আবাসা তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ হাসান সহীহ


Posted

in

by

Comments

Leave a Reply