সালমান [রাদি.], সুহায়ব [রাদি.] ও বিলাল [রাদি.]এর ফযিলত।

সালমান [রাদি.], সুহায়ব [রাদি.] ও বিলাল [রাদি.]এর ফযিলত।

সালমান [রাদি.], সুহায়ব [রাদি.] ও বিলাল [রাদি.]এর ফযিলত। >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৪২. অধ্যায়ঃ সালমান [রাদি.], সুহায়ব [রাদি.] ও বিলাল [রাদি.]এর ফযিলত।

৬৩০৬. আয়িয ইবনি আমর [রাদি.] হইতে বর্ণীতঃ

আবু সুফইয়ান [রাদি.] একদল লোকের সঙ্গে সালমান ফারসী [রাদি.], সুহায়ব [রাদি.] ও বিলাল [রাদি.] এর নিকট আসলেন। তখন তাঁরা বলিলেন, আল্লাহর তলোয়ারসমূহ আল্লাহর শত্রুদের ঘাড়ে ঠিকসময়ে তার লক্ষ্যস্থলে এসে পড়েনি। রাবী বলেন, আবু বাকর [রাদি.] বলিলেন, তোমরা কি একজন বয়োবৃদ্ধ কুরায়শ নেতাকে এরূপ কথা বলছ? তারপর তিনি রসূলুল্লাহ্ [সাঃআঃ] এর নিকট এসে তাঁকে ব্যাপারটি জানালেন। তখন তিনি [সাঃআঃ] বললেনঃহে আবু বাকর! তুমি মনে হয় তাদের অসন্তষ্ট করেছো। তুমি যদি তাদের অসন্তষ্ট করে থাক তবে তুমি তোমার প্রতি পালককেই অসন্তষ্ট করলে। তারপর আবু বাকর [রাদি.] তাঁদের নিকট এসে বলিলেন, হে আমার ভাইয়েরা! আমি তোমাদের অসন্তষ্ট করেছি, তাই না? তারা বলিলেন না হে আমার ভাই! আল্লাহ আপনাকে মাফ করুন।

[ই.ফা.৬১৮৬, ইসলামিক সেন্টার- ৬২৩০]

Comments

Leave a Reply