সুরা হুমাযা তেলাওয়াত Audio Sura Al Humaza in Words
তাফসীরঃ বুখারী
১০৪ – সুরা হুমাযা – আয়াত : ৯, মাক্কী, রুকু ১
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পেছনে গীবতকারী। | وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ ١ |
(2) যে সম্পদ জমা করে এবং বার বার গণনা করে। | ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ ٢ |
(3) সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবি করবে। | يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ ٣ |
(4) কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা’য়। | كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ ٤ |
(5) আর কিসে তোমাকে জানাবে হুতামা কি? | وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ ٥ |
(6) আল্লাহর প্রজ্জ্বলিত আগুন। | نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ ٦ |
(7) যা হৃৎপিন্ড পর্যন্ত পৌঁছে যাবে। | ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفِۡٔدَةِ ٧ |
(8) নিশ্চয় তা তাদেরকে আবদ্ধ করে রাখবে | إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ ٨ |
(9) প্রলম্বিত স্তম্ভসমূহে। | فِي عَمَدٖ مُّمَدَّدَةِۢ ٩ |
সুরা-হুমাযা | ع রুকু ১ |
PDF/Arabic

Leave a Reply