সুরা লাইল বাংলা তরজমা Sura Al Lail in Words & Audio
১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি
৯২ – সুরা লাইল -আয়াত : ২১, মাক্কী, রুকু ১
সুরা লাইল Sura Al Lail mp3 Download
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) কসম রাতের, যখন তা ঢেকে দেয়। | وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ ١ |
(2) কসম দিনের, যখন তা আলোকিত হয়। | وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ٢ |
(3) কসম তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। | وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ٣ |
(4) নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের। | إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ ٤ |
(5) সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, | فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ ٥ |
(6) আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে, | وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ ٦ |
(7) আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব। | فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ ٧ |
(8) আর যে কার্পণ্য করেছে এবং নিজকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে, | وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ ٨ |
(9) আর উত্তমকে মিথ্যা বলে মনে করেছে, | وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ ٩ |
(10) আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেব। | فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ ١٠ |
(11) আর তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে অধঃপতিত হবে। | وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ ١١ |
(12) নিশ্চয় পথ প্রদর্শন করাই আমার দায়িত্ব। | إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ ١٢ |
(13) আর অবশ্যই আমার অধিকারে পরকাল ও ইহকাল। | وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ ١٣ |
(14) অতএব আমি তোমাদের সতর্ক করে দিয়েছি লেলিহান আগুন সম্পর্কে, | فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ ١٤ |
(15) তাতে নিতান্ত হতভাগা ছাড়া কেউ প্রবেশ করবে না; | لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى ١٥ |
(16) যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। | ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ ١٦ |
(17) আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে। | وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى ١٧ |
(18) যে তার সম্পদ দান করে আত্ম-শুদ্ধির উদ্দেশ্যে, | ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ ١٨ |
(19) আর তার প্রতি কারো এমন কোন অনুগ্রহ নেই, যার প্রতিদান দিতে হবে। | وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ ١٩ |
(20) কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায়। | إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ ٢٠ |
(21) আর অচিরেই সে সন্তোষ লাভ করবে। | وَلَسَوۡفَ يَرۡضَىٰ ٢١ |
সুরা লাইল | ع রুকু ১ |
PDF/Arabic

Leave a Reply