সুরা লাইল বাংলা তরজমা Sura Al Lail in Words & Audio 92

সুরা লাইল বাংলা তরজমা Sura Al Lail in Words & Audio

১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি

PDFArabicWords

৯২ – সুরা লাইল -আয়াত : ২১, মাক্কী, রুকু ১

সুরা লাইল Sura Al Lail mp3 Download

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) কসম রাতের, যখন তা ঢেকে দেয়।وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ ١
(2) কসম দিনের, যখন তা আলোকিত হয়।وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ٢
(3) কসম তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন।وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ٣
(4) নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের।إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ ٤
(5) সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে,فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ ٥
(6) আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে,وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ ٦
(7) আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব।فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ ٧
(8) আর যে কার্পণ্য করেছে এবং নিজকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে,وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ ٨
(9) আর উত্তমকে মিথ্যা বলে মনে করেছে,وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ ٩
(10) আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেব।فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ ١٠
(11) আর তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে অধঃপতিত হবে।وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ ١١
(12) নিশ্চয় পথ প্রদর্শন করাই আমার দায়িত্ব।إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ ١٢
(13) আর অবশ্যই আমার অধিকারে পরকাল ও ইহকাল।وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ ١٣
(14) অতএব আমি তোমাদের সতর্ক করে দিয়েছি লেলিহান আগুন সম্পর্কে,فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ ١٤
(15) তাতে নিতান্ত হতভাগা ছাড়া কেউ প্রবেশ করবে না;لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى ١٥
(16) যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ ١٦
(17) আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে।وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى ١٧
(18) যে তার সম্পদ দান করে আত্ম-শুদ্ধির উদ্দেশ্যে,ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ ١٨
(19) আর তার প্রতি কারো এমন কোন অনুগ্রহ নেই, যার প্রতিদান দিতে হবে।وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ ١٩
(20) কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায়।إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ ٢٠
(21) আর অচিরেই সে সন্তোষ লাভ করবে।وَلَسَوۡفَ يَرۡضَىٰ ٢١
সুরা লাইল ع রুকু

PDF/Arabic

Sura Al Lail

৯১ সুরা শামস<< সুরা লাইল >>৯৩সুরা দুহা


Posted

in

by

Comments

2 responses to “সুরা লাইল বাংলা তরজমা Sura Al Lail in Words & Audio 92”

Leave a Reply