সুরা মুরসালাত বাংলা Sura Mursalat in Words & Audio 77

সুরা মুরসালাত বাংলা Sura Mursalat in Words & Audio

তাফসীরঃ তিরমিজি

ArabicWords
১১৪ টি সুরা

৭৭ – সুরা মুরসালাত – আয়াত : ৫০, মাক্কী, রুকু ২

সুরা মুরসালাত Sura Mursalat mp3 Download

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) কসম কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের,وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا ١
(2) আর প্রচন্ড বেগে প্রবাহিত ঝঞ্ঝার।فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا ٢
(3) কসম মেঘমালা ও বৃষ্টি বিক্ষিপ্তকারী বায়ুর,وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرٗا ٣
(4) আর সুস্পষ্টরূপে পার্থক্যকারীর (আল-কুরআনের আয়াতের),فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا ٤
(5) অতঃপর কসম, উপদেশগ্রন্থ আনয়নকারী (ফেরেশতাদের),فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا ٥
(6) অজুহাত দূরকারী ও সতর্ককারী।عُذۡرًا أَوۡ نُذۡرًا ٦
(7) তোমাদেরকে যা কিছুর ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্যই ঘটবে।إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ ٧
(8) যখন তারকারাজি আলোহীন হবে,فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ ٨
(9) আর আকাশ বিদীর্ণ হবে,وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ ٩
(10) আর যখন পাহাড়গুলি চূর্ণবিচূর্ণ হবে,وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ ١٠
(11) আর যখন রাসূলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে;وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ ١١
(12) কোন্ দিনের জন্য এসব স্থগিত করা হয়েছিল?لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ ١٢
(13) বিচার দিনের জন্য।لِيَوۡمِ ٱلۡفَصۡلِ ١٣
(14) আর কিসে তোমাকে জানাবে বিচার দিবস কি?وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ١٤
(15) মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ١٥
(16) আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ ١٦
(17) তারপর পরবর্তীদেরকে তাদের অনুসারী বানাই।  ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ١٧
(18) অপরাধীদের সাথে আমি এমনই করে থাকি।كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ ١٨
(19) মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস! وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ١٩
(20) আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করিনি?أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ ٢٠
(21) অতঃপর তা আমি রেখেছি সুরক্ষিত আধারেفَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ ٢١
(22) একটি নির্দিষ্ট সময় পর্যন্ত।إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ ٢٢
(23) অতঃপর আমি পরিমাপ করেছি। আর আমিই উত্তম পরিমাপকারী।فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ ٢٣
(24) মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٢٤
(25) আমি কি ভূমিকে ধারণকারী বানাইনিأَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا ٢٥
(26) জীবিত ও মৃতদেরকে?أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا ٢٦
(27) আর এখানে স্থাপন করেছি সুদৃঢ় ও সুউচ্চ পর্বত এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি।وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا ٢٧
(28) মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٢٨
(29) তাদেরকে বলা হবে), তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন কর।ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ٢٩
(30) যাও তিন শাখা বিশিষ্ট আগুনের ছায়ায়,ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ ٣٠
(31) যা ছায়াদানকারী নয় এবং তা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোন কাজেও আসবে না।لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ ٣١
(32) নিশ্চয় তা (জাহান্নাম) ছড়াবে প্রাসাদসম স্ফুলিঙ্গ।إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ ٣٢
(33) তা যেন হলুদ উষ্ট্রী।كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ ٣٣
(34) মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٣٤
(35) এটা এমন দিন যেদিন তারা কথা বলবে না।هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ ٣٥
(36) আর তাদেরকে অজুহাত পেশ করার অনুমতিও দেয়া হবে না ।وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ ٣٦
(37) মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٣٧
(38) এটি ফয়সালার দিন; তোমাদেরকে ও পূর্ববর্তীদেরকে আমি একত্র করেছি।هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ ٣٨
(39) তোমাদের কোন কৌশল থাকলে আমার বিরুদ্ধে প্রয়োগ কর। فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ ٣٩
(40) মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٤٠
সুরা মুরসালাতع রুকু
(41) নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়া ও ঝর্ণাবহুল স্থানে,إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ ٤١
(42) আর নিজদের বাসনানুযায়ী ফলমূল-এর মাধ্যে।وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ ٤٢
(43) (তাদেরকে বলা হবে) ‘তোমরা যে আমল করতে তার প্রতিদানস্বরূপ তৃপ্তির সাথে পানাহার কর;كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓ‍َٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ٤٣
(44) সৎকর্মশীলদের আমরা এমন-ই প্রতিদান দিয়ে থাকি।إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ٤٤
(45) মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٤٥
(46) (হে কাফিররা!) তোমরা আহার কর এবং ভোগ কর ক্ষণকাল; নিশ্চয় তোমরা অপরাধী।كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ ٤٦
(47) মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٤٧
(48) তাদেরকে যখন বলা হয় ‘রুকূ‘ কর,’ তখন তারা রুকূ‘ করত না।وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ ٤٨
(49) মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٤٩
(50) সুতরাং কুরআনের পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি তারা ঈমান আনবে?  فَبِأَيِّ حَدِيثِۢ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ ٥٠
সুরা মুরসালাতع রুকু

৭৬ সুরা দা’হর<< সুরা মুরসালাত >>৭৮ সুরা নাবা


Posted

in

by

Comments

2 responses to “সুরা মুরসালাত বাংলা Sura Mursalat in Words & Audio 77”

Leave a Reply