সুরা মুতাফফিফীন বাংলা Al Mutaffifin in Words & Audio
১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি
৮৩ – সুরা মুতাফফিফীন – আয়াত : ৩৬, মাক্কী, রুকু ১
সুরা মুতাফফিফীন Al Mutaffifin mp3 Download
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য। | وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ ١ |
(2) যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে। | ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ ٢ |
(3) আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওযন করে দেয় তখন কম দেয়। | وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ ٣ |
(4) তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে, নিশ্চয় তারা পুনরুত্থিত হবে, | أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ ٤ |
(5) এক মহা দিবসে ? | لِيَوۡمٍ عَظِيمٖ ٥ |
(6) যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের জন্য দাঁড়াবে। | يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ٦ |
(7) কখনো নয়, নিশ্চয় পাপাচারীদের ‘আমলনামা সিজ্জীনে।[1] | كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ ٧ |
(8) কিসে তোমাকে জানাবে ‘সিজ্জীন’ কী? | وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ ٨ |
(9) লিখিত কিতাব। | كِتَٰبٞ مَّرۡقُومٞ ٩ |
(10) সেদিন ধ্বংস অস্বীকারকারীদের জন্য । | وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ١٠ |
(11) যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে। | ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ ١١ |
(12) আর সকল সীমালঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না। | وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ ١٢ |
(13) যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে, ‘পূর্ববর্তীদের রূপকথা।’ | إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ١٣ |
(14) কখনো নয়, বরং তারা যা অর্জন করত তা-ই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে। | كَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ ١٤ |
(15) কখনো নয়, নিশ্চয় সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে। | كَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذٖ لَّمَحۡجُوبُونَ ١٥ |
(16) তারপর নিশ্চয় তারা প্রজ্জ্বলিত আগুনে প্রবেশ করবে। | ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ ١٦ |
(17) তারপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে। | ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ١٧ |
(18) কখনো নয়, নিশ্চয় নেককার লোকদের আমলনামা থাকবে ইল্লিয়্যীনে[2]। | كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ ١٨ |
(19) কিসে তোমাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী? | وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ ١٩ |
(20) লিখিত কিতাব। | كِتَٰبٞ مَّرۡقُومٞ ٢٠ |
(21) নৈকট্যপ্রাপ্তরাই তা অবলোকন করে। | يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ ٢١ |
(22) নিশ্চয় নেককাররাই থাকবে সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে। | إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ ٢٢ |
(23) সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে। | عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٢٣ |
(24) তুমি তাদের চেহারাসমূহে সুখ-স্বাচ্ছন্দ্যের লাবণ্যতা দেখতে পাবে। | تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ ٢٤ |
(25) তাদেরকে সীলমোহর করা বিশুদ্ধ পানীয় থেকে পান করানো হবে। | يُسۡقَوۡنَ مِن رَّحِيقٖ مَّخۡتُومٍ ٢٥ |
(26) তার মোহর হবে মিসক। আর প্রতিযোগিতাকারীদের উচিৎ এ বিষয়ে প্রতিযোগিতা করা। | خِتَٰمُهُۥ مِسۡكٞۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ ٢٦ |
(27) আর তার মিশ্রণ হবে তাসনীম থেকে। | وَمِزَاجُهُۥ مِنتَسۡنِيمٍ ٢٧ |
(28) তা এক প্রস্রবণ, যা থেকে নৈকট্যপ্রাপ্তরা পান করবে। | عَيۡنٗا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ ٢٨ |
(29) নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে নিয়ে হাসত। | إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ ٢٩ |
(30) আর যখন তারা মুমিনদের পাশ দিয়ে যেত তখন তারা তাদেরকে নিয়ে চোখ টিপে বিদ্রূপ করত। | وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ ٣٠ |
(31) আর যখন তারা পরিবার-পরিজনের কাছে ফিরে আসত তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসত। | وَإِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ ٣١ |
(32) সূরা: ৮৪. আল-ইনশিকাক আর যখন তারা মুমিনদেরকে দেখত তখন বলত, ‘নিশ্চয় এরা পথভ্রষ্ট’। | وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوٓاْ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ ٣٢ |
(33) আর তাদেরকে তো মুমিনদের হিফাযতকারী হিসেবে পাঠানো হয়নি। | وَمَآ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَٰفِظِينَ ٣٣ |
(34) অতএব আজ মুমিনরাই কাফিরদেরকে নিয়ে হাসবে। | فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ ٣٤ |
(35) উচ্চ আসনে বসে তারা দেখতে থাকবে। | عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٣٥ |
(36) কাফিরদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেয়া হল তো? | هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ ٣٦ |
সুরা মুতাফফিফীন | ع রুকু ১ |
PDF/Arabic

৮২ সুরা ইনফিতার<< সুরা মুতাফফিফীন >> ৮৪ সুরা ইনশিকাক
Leave a Reply