সুরা মুতাফফিফীন বাংলা Al Mutaffifin in Words & Audio 83

সুরা মুতাফফিফীন বাংলা Al Mutaffifin in Words & Audio

১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি

PDFArabicWords

৮৩ – সুরা মুতাফফিফীন – আয়াত : ৩৬, মাক্কী, রুকু ১

সুরা মুতাফফিফীন Al Mutaffifin mp3 Download

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য।وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ ١
(2) যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে।ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ ٢
(3) আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওযন করে দেয় তখন কম দেয়।وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ ٣
(4) তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে, নিশ্চয় তারা পুনরুত্থিত হবে,أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ ٤
(5) এক মহা দিবসে ?لِيَوۡمٍ عَظِيمٖ ٥
(6) যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের জন্য দাঁড়াবে।يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ٦
(7) কখনো নয়, নিশ্চয় পাপাচারীদের ‘আমলনামা সিজ্জীনে।[1]كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ ٧
(8) কিসে তোমাকে জানাবে ‘সিজ্জীন’ কী?وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ ٨
(9) লিখিত কিতাব।كِتَٰبٞ مَّرۡقُومٞ ٩
(10) সেদিন ধ্বংস অস্বীকারকারীদের জন্য ।وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ١٠
(11) যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে।ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ ١١
(12) আর সকল সীমালঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না।وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ ١٢
(13) যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে, ‘পূর্ববর্তীদের রূপকথা।’إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ١٣
(14) কখনো নয়, বরং তারা যা অর্জন করত তা-ই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে।كَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ ١٤
(15) কখনো নয়, নিশ্চয় সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে।كَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذٖ لَّمَحۡجُوبُونَ ١٥
(16) তারপর নিশ্চয় তারা প্রজ্জ্বলিত আগুনে প্রবেশ করবে।ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ ١٦
(17) তারপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে।ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ١٧
(18) কখনো নয়, নিশ্চয় নেককার লোকদের আমলনামা থাকবে ইল্লিয়্যীনে[2]كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ ١٨
(19) কিসে তোমাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী?وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ ١٩
(20) লিখিত কিতাব।كِتَٰبٞ مَّرۡقُومٞ ٢٠
(21) নৈকট্যপ্রাপ্তরাই তা অবলোকন করে।يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ ٢١
(22) নিশ্চয় নেককাররাই থাকবে সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে।إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ ٢٢
(23) সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٢٣
(24) তুমি তাদের চেহারাসমূহে সুখ-স্বাচ্ছন্দ্যের লাবণ্যতা দেখতে পাবে।تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ ٢٤
(25) তাদেরকে সীলমোহর করা বিশুদ্ধ পানীয় থেকে পান করানো হবে।يُسۡقَوۡنَ مِن رَّحِيقٖ مَّخۡتُومٍ ٢٥
(26) তার মোহর হবে মিসক। আর প্রতিযোগিতাকারীদের উচিৎ এ বিষয়ে প্রতিযোগিতা করা।خِتَٰمُهُۥ مِسۡكٞۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ ٢٦
(27) আর তার মিশ্রণ হবে তাসনীম থেকে।وَمِزَاجُهُۥ مِنتَسۡنِيمٍ ٢٧
(28) তা এক প্রস্রবণ, যা থেকে নৈকট্যপ্রাপ্তরা পান করবে।عَيۡنٗا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ ٢٨
(29) নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে নিয়ে হাসত।إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ ٢٩
(30) আর যখন তারা মুমিনদের পাশ দিয়ে যেত তখন তারা তাদেরকে নিয়ে চোখ টিপে বিদ্রূপ করত।وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ ٣٠
(31) আর যখন তারা পরিবার-পরিজনের কাছে ফিরে আসত তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসত।وَإِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ ٣١
(32) সূরা: ৮৪. আল-ইনশিকাক   আর যখন তারা মুমিনদেরকে দেখত তখন বলত, ‘নিশ্চয় এরা পথভ্রষ্ট’।وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوٓاْ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ ٣٢
(33) আর তাদেরকে তো মুমিনদের হিফাযতকারী হিসেবে পাঠানো হয়নি।وَمَآ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَٰفِظِينَ ٣٣
(34) অতএব আজ মুমিনরাই কাফিরদেরকে নিয়ে হাসবে।فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ ٣٤
(35) উচ্চ আসনে বসে তারা দেখতে থাকবে।عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٣٥
(36) কাফিরদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেয়া হল তো?هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ ٣٦
সুরা মুতাফফিফীন ع রুকু

PDF/Arabic

Al Mutaffifin Part 2

৮২ সুরা ইনফিতার<< সুরা মুতাফফিফীন >> ৮৪ সুরা ইনশিকাক


Posted

in

by

Comments

2 responses to “সুরা মুতাফফিফীন বাংলা Al Mutaffifin in Words & Audio 83”

Leave a Reply