সুরা মাউন তেলাওয়াত Sura Al Mamun in Words & Audio 107

সুরা মাউন তেলাওয়াত Audio Sura Al Mamun in Words

তাফসীরঃ বুখারী

PDFArabicWords
১১৪ টি সুরা

১০৭ – সুরা মাউন – আয়াত : ৭, মাক্কী, রুকু ১

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) তুমি কি তাকে দেখেছ, যে হিসাব- প্রতিদানকে অস্বীকার করে?أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ ١
(2) সে-ই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়,فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ ٢
(3) আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহ দেয় না।وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ٣
(4) অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ ٤
(5) যারা নিজদের সালাতে অমনোযোগী,ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ ٥
(6) যারা লোক দেখানোর জন্য তা করে,ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ ٦
(7) এবং ছোট-খাট গৃহসামগ্রী[1] দানে নিষেধ করে।وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ ٧
সুরা মাউনع রুকু

[1]ماعون  গৃহস্থালীর ছোট-খাট সামগ্রী। যেমন, পানি, লবণ, দিয়াশলাই, বালতি ইত্যাদি।

PDF/Arabic

Sura Al Mamun

১০৬ সুরা কুরাইশ<< সুরা মাউন >> ১০৮ সুরা কাউসার


Posted

in

by

Comments

2 responses to “সুরা মাউন তেলাওয়াত Sura Al Mamun in Words & Audio 107”

Leave a Reply