সুরা বুরূজ বাংলা তরজমা Sura Al Buruj in Words & Audio
১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি
৮৫- সুরা বুরূজ – আয়াত : ২২, মাক্কী, রুকু ১
সুরা বুরূজ mp3 Download
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম, | وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ ١ |
(2) আর ওয়াদাকৃত দিনের কসম, | وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ ٢ |
(3) আর কসম সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার, | وَشَاهِدٖ وَمَشۡهُودٖ ٣ |
(4) ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা, | قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ ٤ |
(5) (যাতে ছিল) ইন্ধনপূর্ণ আগুন। | ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ ٥ |
(6) যখন তারা তার কিনারায় উপবিষ্ট ছিল। | إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ ٦ |
(7) আর তারা মুমিনদের সাথে যা করছিল তার প্রত্যক্ষদর্শী। | وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ ٧ |
(8) আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। | وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ ٨ |
(9) আসমানসমূহ ও যমীনের রাজত্ব যার। আর আল্লাহ প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী। | ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ٩ |
(10) নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আযাব দেয়, তারপর তাওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার আযাব। | إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ ١٠ |
(11) নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। যার তলদেশে প্রবাহিত হবে নহরসমূহ। এটাই বিরাট সফলতা। | إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ ١١ |
(12) নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন। | إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ ١٢ |
(13) নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন। | إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ ١٣ |
(14) আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়। | وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ ١٤ |
(15) আরশের অধিপতি, মহান। | ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ ١٥ |
(16) তিনি তা-ই করেন যা চান । | فَعَّالٞ لِّمَا يُرِيدُ ١٦ |
(17) তোমার কাছে কি সৈন্যবাহিনীর খবর পৌঁছেছে? | هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ١٧ |
(18) ফির‘আউন ও সামূদের। | فِرۡعَوۡنَ وَثَمُودَ ١٨ |
(19) বরং কাফিররা মিথ্যারোপে লিপ্ত। | بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي تَكۡذِيبٖ ١٩ |
(20) আর আল্লাহ তাদের অলক্ষ্যে তাদের পরিবেষ্টনকারী। | وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطُۢ ٢٠ |
(21) বরং তা সম্মানিত কুরআন। | بَلۡ هُوَ قُرۡءَانٞ مَّجِيدٞ ٢١ |
(22) সুরক্ষিত ফলকে (লিপিবদ্ধ)। | فِي لَوۡحٖ مَّحۡفُوظِۢ ٢٢ |
সুরা বুরূজ | ع রুকু ১ |
PDF/Arabic

৮৪ সুরা ইনশিকাক<< সুরা বুরূজ >> ৮৬সুরা তারিক
Leave a Reply