সুরা বুরূজ বাংলা তরজমা Sura Al Buruj in Words & Audio 85

সুরা বুরূজ বাংলা তরজমা Sura Al Buruj in Words & Audio

১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি

PDFArabicWords

৮৫- সুরা বুরূজ – আয়াত : ২২, মাক্কী, রুকু ১

সুরা বুরূজ mp3 Download

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম,وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ ١
(2) আর ওয়াদাকৃত দিনের কসম,وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ ٢
(3) আর কসম সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার,وَشَاهِدٖ وَمَشۡهُودٖ ٣
(4) ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা,قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ ٤
(5) (যাতে ছিল) ইন্ধনপূর্ণ আগুন।ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ ٥
(6) যখন তারা তার কিনারায় উপবিষ্ট ছিল।إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ ٦
(7) আর তারা মুমিনদের সাথে যা করছিল তার প্রত্যক্ষদর্শী।وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ ٧
(8) আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ ٨
(9) আসমানসমূহ ও যমীনের রাজত্ব যার। আর আল্লাহ প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী।ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ٩
(10) নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আযাব দেয়, তারপর তাওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার আযাব।إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ ١٠
(11) নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। যার তলদেশে প্রবাহিত হবে নহরসমূহ। এটাই বিরাট সফলতা।إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ ١١
(12) নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন।إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ ١٢
(13) নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন।إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ ١٣
(14) আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়।وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ ١٤
(15) আরশের অধিপতি, মহান।ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ ١٥
(16) তিনি তা-ই করেন যা চান ।فَعَّالٞ لِّمَا يُرِيدُ ١٦
(17) তোমার কাছে কি সৈন্যবাহিনীর খবর পৌঁছেছে?هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ١٧
(18) ফির‘আউন ও সামূদের।فِرۡعَوۡنَ وَثَمُودَ ١٨
(19) বরং কাফিররা মিথ্যারোপে লিপ্ত।بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي تَكۡذِيبٖ ١٩
(20) আর আল্লাহ তাদের অলক্ষ্যে তাদের পরিবেষ্টনকারী।وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطُۢ ٢٠
(21) বরং তা সম্মানিত কুরআন।بَلۡ هُوَ قُرۡءَانٞ مَّجِيدٞ ٢١
(22) সুরক্ষিত ফলকে (লিপিবদ্ধ)।فِي لَوۡحٖ مَّحۡفُوظِۢ ٢٢
সুরা বুরূজع রুকু

PDF/Arabic

Sura Al Buruj

৮৪ সুরা ইনশিকাক<< সুরা বুরূজ >> ৮৬সুরা তারিক


Posted

in

by

Comments

2 responses to “সুরা বুরূজ বাংলা তরজমা Sura Al Buruj in Words & Audio 85”

Leave a Reply