সুরা বালাদ বাংলা তরজমা Sura Balad in Words & Audio
১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী
৯০ – সুরা বালাদ – আয়াত : ২০, মাক্কী, রুকু ১
সুরা বালাদ Sura Balad mp3 Download
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) আমি কসম করছি এই নগরীর। | لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ ١ |
(2) আর তুমি এই নগরীতে মুক্ত। | وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ ٢ |
(3) কসম জনকের এবং যা সে জন্ম দেয়। | وَوَالِدٖ وَمَا وَلَدَ٣ |
(4) নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট- ক্লেশের মধ্যে। | لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ ٤ |
(5) সে কি ধারণা করছে যে, কেউ কখনো তার উপর ক্ষমতাবান হবে না? | أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ ٥ |
(6) সে বলে, ‘আমি প্রচুর ধন-সম্পদ নিঃশেষ করেছি’। | يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا ٦ |
(7) সে কি ধারণা করছে যে, কেউ তাকে দেখেনি? | أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ٧ |
(8) আমি কি তার জন্য দু’টি চোখ বানাইনি? | أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ ٨ |
(9) আর একটি জিহবা ও দু’টি ঠোঁট? | وَلِسَانٗا وَشَفَتَيۡنِ ٩ |
(10) আর আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি। | وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ ١٠ |
(11) তবে সে বন্ধুর গিরিপথটি অতিক্রম করতে সচেষ্ট হয়নি। | فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ ١١ |
(12) আর কিসে তোমাকে জানাবে, বন্ধুর গিরিপথটি কি? | وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ ١٢ |
(13) তা হচ্ছে, দাস মুক্তকরণ। | فَكُّ رَقَبَةٍ ١٣ |
(14) অথবা খাদ্য দান করা দুর্ভিক্ষের দিনে। | أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ ١٤ |
(15) ইয়াতীম আত্মীয়-স্বজনকে। | يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ١٥ |
(16) অথবা ধূলি-মলিন মিসকীনকে। | أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ ١٦ |
(17) অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্যধারণের, আর পরস্পরকে উপদেশ দেয় দয়া-অনুগ্রহের। | ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ ١٧ |
(18) তারাই সৌভাগ্যবান। | أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ١٨ |
(19) আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই দুর্ভাগা। | وَٱلَّذِينَ كَفَرُواْ بَِٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشَۡٔمَةِ ١٩ |
(20) তাদের উপর থাকবে অবরুদ্ধ আগুন। | عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ ٢٠ |
সুরা বালাদ | ع রুকু ১ |
PDF/Arabic

৮৯ সুরা ফা’জর<< সুরা বালাদ >> ৯১ সুরা শামস
Leave a Reply