সুরা বালাদ বাংলা তরজমা Sura Balad in Words & Audio 90

সুরা বালাদ বাংলা তরজমা Sura Balad in Words & Audio

১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী

PDFArabicWords

৯০ – সুরা বালাদ – আয়াত : ২০, মাক্কী, রুকু ১

সুরা বালাদ Sura Balad mp3 Download

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) আমি কসম করছি এই নগরীর।لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ ١
(2) আর তুমি এই নগরীতে মুক্ত।وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ ٢
(3) কসম জনকের এবং যা সে জন্ম দেয়।وَوَالِدٖ وَمَا وَلَدَ٣
(4) নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট- ক্লেশের মধ্যে।لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ ٤
(5) সে কি ধারণা করছে যে, কেউ কখনো তার উপর ক্ষমতাবান হবে না?أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ ٥
(6) সে বলে, ‘আমি প্রচুর ধন-সম্পদ নিঃশেষ করেছি’।يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا ٦
(7) সে কি ধারণা করছে যে, কেউ তাকে দেখেনি?أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ٧
(8) আমি কি তার জন্য দু’টি চোখ বানাইনি?أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ ٨
(9) আর একটি জিহবা ও দু’টি ঠোঁট?وَلِسَانٗا وَشَفَتَيۡنِ ٩
(10) আর আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ ١٠
(11) তবে সে বন্ধুর গিরিপথটি অতিক্রম করতে সচেষ্ট হয়নি।فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ ١١
(12) আর কিসে তোমাকে জানাবে, বন্ধুর গিরিপথটি কি?وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ ١٢
(13) তা হচ্ছে, দাস মুক্তকরণ।فَكُّ رَقَبَةٍ ١٣
(14) অথবা খাদ্য দান করা দুর্ভিক্ষের দিনে।أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ ١٤
(15) ইয়াতীম আত্মীয়-স্বজনকে।يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ١٥
(16) অথবা ধূলি-মলিন মিসকীনকে।أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ ١٦
(17) অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্যধারণের, আর পরস্পরকে উপদেশ দেয় দয়া-অনুগ্রহের।ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ ١٧
(18) তারাই সৌভাগ্যবান।أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ١٨
(19) আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই দুর্ভাগা।وَٱلَّذِينَ كَفَرُواْ بِ‍َٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡ‍َٔمَةِ ١٩
(20) তাদের উপর থাকবে অবরুদ্ধ আগুন।عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ ٢٠
সুরা বালাদع রুকু

PDF/Arabic

Sura Balad

৮৯ সুরা ফা’জর<< সুরা বালাদ >> ৯১ সুরা শামস


Posted

in

by

Comments

2 responses to “সুরা বালাদ বাংলা তরজমা Sura Balad in Words & Audio 90”

Leave a Reply