সুরা ফাতিহা Sura Al Fatiha in Words & Audio 1

সুরা ফাতিহা Sura Al Fatiha in Words & Audio

তাফসীরঃ বুখারী >> তিরমিজি

PDFArabicWords
১১৪ টি সুরা

১, সুরা ফাতিহা, আয়াত-৭, মাক্কী, রুকু-১

(1) পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ ١ 
(2) সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ٢
(3) দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু।ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ ٣
(4) বিচার দিবসের মালিক।مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ ٤
(5) আপনারই আমরা ইবাদাত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই।إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ ٥
(6) আমাদেরকে সরল পথ দেখান। পথের হিদায়াত দিন।ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ ٦
(7) তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। যাদেরকে নিয়ামত দিয়েছেন।যাদের উপর (আপনার) ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ ٧

PDF/Arabic

Sura Fatiha

সুরা ফাতিহা পরা শেষ হলে সুরা বাকারা পড়তে পারেন


Posted

in

by

Comments

Leave a Reply