সুরা ফাজর বাংলা তরজমা Sura Al Fajr in Words & Audio 89

সুরা ফাজর বাংলা তরজমা Sura Al Fajr in Words & Audio

১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি

PDFArabicWords

৮৯ – সুরা ফাজর – আয়াত : ৩০, মাক্কী, রুকু ১

সুরা ফাজর Sura Al Fajr mp3 Download

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) কসম ভোরবেলার।وَٱلۡفَجۡرِ ١
(2) কসম দশ রাতের।وَلَيَالٍ عَشۡرٖ ٢
(3) কসম জোড় ও বিজোড়ের।وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ ٣
(4) কসম রাতের, যখন তা বিদায় নেয়।وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ ٤
(5) এর মধ্যে কি বোধশক্তিসম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে?هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ ٥
(6) তুমি কি দেখনি তোমার রব কিরূপ আচরণ করেছেন ‘আদ জাতির সাথে?أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ٦
(7) ইরাম গোত্রের সাথে, যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী?إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ ٧
(8) যার সমতুল্য কোন দেশে সৃষ্টি করা হয়নি।ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ ٨
(9) আর সামূদ সম্প্রদায়, যারা উপত্যকায় পাথর কেটে বাড়ি ঘর নির্মাণ করেছিল?وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ ٩
(10) আর ফির‘আউন, সেনাছাউনীর অধিপতি?وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ ١٠
(11) যারা সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল।ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ ١١
(12) অতঃপর তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল।فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ ١٢
(13) ফলে তোমার রব তাদের উপর আযাবের কশাঘাত মারলেন।فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ ١٣
(14) নিশ্চয় তোমার রব ঘাঁটিতেই[1]إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ ١٤
(15) আর মানুষ তো এমন যে, যখন তার রব তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন।فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ ١٥
(16) আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর তার রিযিককে সঙ্কুচিত করে দেন, তখন সে বলে, ‘আমার রব আমাকে অপমানিত করেছেন’।وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ ١٦
(17) কখনো নয়, বরং তোমরা ইয়াতীমদের দয়া- অনুগ্রহ প্রদর্শন কর না।كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ ١٧
(18) আর তোমরা মিসকীনদের খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত কর না।وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ١٨
(19) আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ কর।وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا ١٩
(20) আর তোমরা ধন-সম্পদকে অতিশয় ভালবাস।وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا ٢٠
(21) কখনো নয়, যখন যমীনকে চূর্ণ-বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে।كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا ٢١
(22) আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে।وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفّٗا صَفّٗا ٢٢
(23) আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কী উপকারে আসবে?وَجِاْيٓءَ يَوۡمَئِذِۢ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ ٢٣
(24) সে বলবে, ‘হায়! যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এ জীবনের জন্য’!يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي ٢٤
(25) অতঃপর সেদিন তাঁর আযাবের মত আযাব কেউ দিতে পারবে না।فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ ٢٥
(26) আর কেউ তাঁর বাঁধার মত বাঁধতে পারবে না।وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ ٢٦
(27) হে প্রশান্ত আত্মা!يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ ٢٧
(28) তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে।ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ ٢٨
(29) অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও।فَٱدۡخُلِي فِي عِبَٰدِي ٢٩
(30) আর প্রবেশ কর আমার জান্নাতে।وَٱدۡخُلِي جَنَّتِي ٣٠
সুরা ফাজরع রুকু

PDF/Arabic

Sura Al Fajr

৮৮সুরা গাশিয়াহ<< সুরা ফাজর >> ৯০ সুরা বা’লাদ


Posted

in

by

Comments

3 responses to “সুরা ফাজর বাংলা তরজমা Sura Al Fajr in Words & Audio 89”

Leave a Reply