সুরা নাসর এর তাফসীর । তাফসিরুল কোরআন
সুরা নাসরের তাফসীর । তাফসিরুল কোরআন >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা ন’সর আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ
অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৯১ঃ সুরা নাসর এর তাফসীর
৩৩৬২. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ]-এর সাহাবীদের উপস্থিতিতে উমার [রাদি.] আমার নিকট অনেক বিষয় প্রসঙ্গে প্রশ্ন করিতেন। তাকে আবদুর রহমান ইবনি আওফ [রাদি.] বলেন, আপনি তার নিকট প্রশ্ন করেন, অথচ আমাদেরও তার ন্যায় সন্তান-সন্ততি আছে। রাবী বলেন, উমার [রাদি.] তাকে বলিলেন, তার নিকট প্রশ্ন করার কারণ আপনি জানেন। তারপর তিনি তাকে “যখন আল্লাহ তাআলার সাহায্য ও বিজয় আসবে”- [সূরা নাস্র ১] এ আয়াত প্রসঙ্গে প্রশ্ন করেন। আমি বললাম, এটা রসুলুল্লাহ [সাঃআঃ]- এর ইন্তিকালের খবর যে বিষয়ে আল্লাহ তাআলা তাঁকে অবগত করিয়াছেন। তিনি শেষ পর্যন্ত সূরাটি তিলাওয়াত করিলেন। তারপর উমার [রাদি.] তাকে বলেন, আল্লাহর শপথ! এর যে ব্যাখ্যা আপনি জানেন আমিও তাই জানি।
সহীহঃ বোখারি [হাঃ ৪৯৬৯, ৪৯৭০]। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ। এ সনদে মুহাম্মাদ ইবনি বাশশার-মুহাম্মাদ ইবনি জাফার হইতে, তিনি শুবাহ্ হইতে, তিনি আবু বিশ্র [রঃ]হইতে উপরের হাদীসের একই রকশ বর্ণনা করিয়াছেন। তবে এ বর্ণনায় বর্ণনাকারী বলেন, তারপর আবদুর রহমান ইবনি আওফ [রাদি.] তাকে বলেন, আপনি এ ছেলের নিকট মাসআলাহ্ প্রশ্ন করিয়াছেন, অথচ আমাদেরও এমন ছেলে রয়েছে।- এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস
Leave a Reply