সুরা নাবা বাংলা তরজমা Sura Naba in Words & Audio
তাফসীরঃ তিরমিজি
সুরা নাবা Sura Naba: Ruku 1>>2
শব্দে শব্দে সুরা নাবা Sura Naba in Words: Ruku 1 >> 2
৭৮ – সুরা নাবা – আয়াত : ৪০, মাক্কী, রুকু ২
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) কোন্ বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে ? | عَمَّ يَتَسَآءَلُونَ ١ |
(2) মহাসংবাদটি সম্পর্কে, | عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ ٢ |
(3) যে বিষয়ে তারা মতভেদ করছে। | ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ ٣ |
(4) কখনো না, অচিরেই তারা জানতে পারবে। | كَلَّا سَيَعۡلَمُونَ ٤ |
(5) তারপর কখনো না, তারা অচিরেই জানতে পারবে। | ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ ٥ |
(6) আমি কি বানাইনি যমীনকে শয্যা? | أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا ٦ |
(7) আর পর্বতসমূহকে পেরেক? | وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا ٧ |
(8) আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। | وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا ٨ |
(9) আর আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম। | وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا ٩ |
(10) আর আমি রাতকে করেছি আবরণ। | وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا ١٠ |
(11) আর আমি দিনকে করেছি জীবিকার্জনের সময়। | وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا ١١ |
(12) আর আমি তোমাদের উপরে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ। | وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا ١٢ |
(13) আর আমি সৃষ্টি করেছি উজ্জ্বল একটি প্রদীপ। | وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا ١٣ |
(14) আর আমি মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করেছি। | وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا ١٤ |
(15) যাতে তা দিয়ে আমি শস্য ও উদ্ভিদ উৎপন্ন করতে পারি। | لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا ١٥ |
(16) আর ঘন উদ্যানসমূহ। | وَجَنَّٰتٍ أَلۡفَافًا ١٦ |
(17) নিশ্চয় ফয়সালার দিন নির্ধারিত আছে। | إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا ١٧ |
(18) সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে। | يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا ١٨ |
(19) আর আসমান খুলে দেয়া হবে, ফলে তা হবে বহু দ্বারবিশিষ্ট। | وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا ١٩ |
(20) আর পর্বতসমূহকে চলমান করা হবে, ফলে সেগুলো মরীচিকা হয়ে যাবে। | وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا ٢٠ |
(21) নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ। | إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا ٢١ |
(22) সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল। | لِّلطَّٰغِينَ مََٔابٗا ٢٢ |
(23) সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। | لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا ٢٣ |
(24) সেখানে তারা কোন শীতলতা আস্বাদন করবে না এবং না কোন পানীয়। | لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا٢٤ |
(25) ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া। | إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا ٢٥ |
(26) উপযুক্ত প্রতিফলস্বরূপ। | جَزَآءٗ وِفَاقًا ٢٦ |
(27) নিশ্চয় তারা হিসাবের আশা করত না। | إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا ٢٧ |
(28) আর তারা আমার আয়াতসমূহকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছিল। | وَكَذَّبُواْ بَِٔايَٰتِنَا كِذَّابٗا ٢٨ |
(29) আর সব কিছুই আমি লিখিতভাবে সংরক্ষণ করেছি। | وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا ٢٩ |
(30) সুতরাং তোমরা স্বাদ গ্রহণ কর। আর আমি তো কেবল তোমাদের আযাবই বৃদ্ধি করব। | فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا ٣٠ |
সুরা নাবা | ع রুকু ১ Ruku 1 |
(31) নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা। | إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا ٣١ |
(32) উদ্যানসমূহ ও আঙ্গুরসমূহ। | حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا ٣٢ |
(33) আর সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী। | وَكَوَاعِبَ أَتۡرَابٗا ٣٣ |
(34) আর পরিপূর্ণ পানপাত্র। | وَكَأۡسٗا دِهَاقٗا ٣٤ |
(35) তারা সেখানে কোন অসার ও মিথ্যা কথা শুনবে না। | لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّٰبٗا ٣٥ |
(36) তোমার রবের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দানস্বরূপ। | جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا ٣٦ |
(37) যিনি আসমানসমূহ, যমীন ও এতদোভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, পরম করুণাময়। তারা তাঁর সামনে কথা বলার সামর্থ্য রাখবে না। | رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا ٣٧ |
(38) সেদিন রূহ[1] ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, যাকে পরম করুণাময় অনুমতি দেবেন সে ছাড়া অন্যরা কোন কথা বলবে না। আর সে সঠিক কথাই বলবে। | يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا ٣٨ |
(39) ঐ দিনটি সত্য। অতএব যে চায়, সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক। | ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مََٔابًا ٣٩ |
(40) নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ দেখতে পাবে, তার দু’হাত কী অগ্রে প্রেরণ করেছে এবং কাফির বলবে ‘হায়, আমি যদি মাটি হতাম’! | إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابٗا قَرِيبٗا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا ٤٠ |
সুরা নাবা | ع রুকু ২ Ruku 2 |
PDF/Arabic

Sura Naba Part2

[1] জিবরীল (আঃ)।
৭৭ সুরা মুরসালাত << সুরা নাবা >> ৭৯ সুরা নাজিয়াত
Leave a Reply