সুরা দুহা বাংলা তরজমা Sura Ad Dhuha in Words & Audio
১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী
৯৩ – সুরা দুহা – আয়াত : ১১, মাক্কী, রুকু ১
সুরা দুহা Sura Ad Dhuha mp3 Download
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) কসম পূর্বাহ্নর, | وَٱلضُّحَىٰ ١ |
(2) কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়। | وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ ٢ |
(3) তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি। | مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ٣ |
(4) আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম। | وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ ٤ |
(5) আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে। | وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ ٥ |
(6) তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। | أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فََٔاوَىٰ ٦ |
(7) আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন। | وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ ٧ |
(8) তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব। অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন। | وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ ٨ |
(9) সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না। | فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ ٩ |
(10) আর ভিক্ষুককে তুমি ধমক দিওনা। | وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ ١٠ |
(11) আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা কর। | وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ ١١ |
সুরা দুহা | ع রুকু ১ |
PDF/Arabic

৯২সুরা লাইল<< সুরা দুহা >> ৯৪আলাম-নাশরাহ
Leave a Reply