সুরা তীন তেলাওয়াত Sura At Tin in Words and Audio
১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি
৯৫ – সুরা তীন – আয়াত : ৮, মাক্কী, রুকু ১
সুরা তীন mp3 Download
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِّسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) কসম ‘তীন ও যায়তূন’ এর। | وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ ١ |
(2) কসম ‘সিনাই’ পর্বতের, | وَطُورِ سِينِينَ ٢ |
(3) কসম এই নিরাপদ নগরীর। | وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ ٣ |
(4) অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। | لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمٖ ٤ |
(5) তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে। | ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ٥ |
(6) তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। | إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ ٦ |
(7) সুতরাং এরপরও কিসে তোমাকে কর্মফল সম্পর্কে অবিশ্বাসী করে তোলে? | فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ ٧ |
(8) আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? | أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ ٨ |
সুরা তীন | ع রুকু ১ |
PDF/Arabic

৯৪ আলাম-নাশরাহ<< সুরা তীন >> ৯৬ সুরা আলাক
Leave a Reply