সুরা তারিক বাংলা তরজমা Sura At Tariq in Words & Audio 86

সুরা তারিক বাংলা তরজমা Sura At Tariq in Words & Audio

১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি

PDFArabicWords

৮৬ – সুরা তারিক – আয়াত : ১৭, মাক্কী, রুকু ১

সুরা তারিক Sura At Tariq mp3 Download

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) কসম আসমানের ও রাতে আগমনকারীর।وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ١
(2) আর কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী?وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ ٢
(3) উজ্জ্বল নক্ষত্র।ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ ٣
(4) প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে।إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ ٤
(5) অতএব মানুষের চিন্তা করে দেখা উচিৎ, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে ?فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ ٥
(6) তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি থেকে।خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ ٦
(7) যা বের হয় মেরুদন্ড ও বুকের হাঁড়ের মধ্য থেকে।يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ ٧
(8) নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম।إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ ٨
(9) যে দিন গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে।يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ ٩
(10) অতএব তার কোন শক্তি থাকবে না। আর সাহায্যকারীও না।فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ ١٠
(11) বৃষ্টিসম্পন্ন আসমানের কসম।وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ ١١
(12) কসম বিদীর্ণ যমীনের।وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ ١٢
(13) নিশ্চয় এটা ফয়সালাকারী বাণী।إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ ١٣
(14) আর তা অনর্থক নয়।وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ ١٤
(15) নিশ্চয় তারা ভীষণ কৌশল করছে।إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا ١٥
(16) আর আমিও ভীষণ কৌশল করছি।وَأَكِيدُ كَيۡدٗا ١٦
(17) অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا ١٧
সুরা তারিকع রুকু

PDF/Arabic

Sura At Tariq

৮৫ সুরা বুরূজ << সুরা তারিক >> ৮৭ সুরা আ’লা


Posted

in

by

Comments

2 responses to “সুরা তারিক বাংলা তরজমা Sura At Tariq in Words & Audio 86”

Leave a Reply