সুরা তারিক বাংলা তরজমা Sura At Tariq in Words & Audio
১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি
৮৬ – সুরা তারিক – আয়াত : ১৭, মাক্কী, রুকু ১
সুরা তারিক Sura At Tariq mp3 Download
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) কসম আসমানের ও রাতে আগমনকারীর। | وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ١ |
(2) আর কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী? | وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ ٢ |
(3) উজ্জ্বল নক্ষত্র। | ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ ٣ |
(4) প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে। | إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ ٤ |
(5) অতএব মানুষের চিন্তা করে দেখা উচিৎ, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে ? | فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ ٥ |
(6) তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি থেকে। | خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ ٦ |
(7) যা বের হয় মেরুদন্ড ও বুকের হাঁড়ের মধ্য থেকে। | يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ ٧ |
(8) নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম। | إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ ٨ |
(9) যে দিন গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে। | يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ ٩ |
(10) অতএব তার কোন শক্তি থাকবে না। আর সাহায্যকারীও না। | فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ ١٠ |
(11) বৃষ্টিসম্পন্ন আসমানের কসম। | وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ ١١ |
(12) কসম বিদীর্ণ যমীনের। | وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ ١٢ |
(13) নিশ্চয় এটা ফয়সালাকারী বাণী। | إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ ١٣ |
(14) আর তা অনর্থক নয়। | وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ ١٤ |
(15) নিশ্চয় তারা ভীষণ কৌশল করছে। | إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا ١٥ |
(16) আর আমিও ভীষণ কৌশল করছি। | وَأَكِيدُ كَيۡدٗا ١٦ |
(17) অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও। | فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا ١٧ |
সুরা তারিক | ع রুকু ১ |
PDF/Arabic

৮৫ সুরা বুরূজ << সুরা তারিক >> ৮৭ সুরা আ’লা
Leave a Reply