সুরা তাকভীর বাংলা Sura At Takwir in Words & Audio
১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি
৮১ – সুরা তাকভীর – আয়াত : ২৯, মাক্কী, রুকু ১
সুরা তাকভীর Sura At Takwir mp3 Download
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে। | إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ ١ |
(2) আর নক্ষত্ররাজি যখন পতিত হবে। | وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ ٢ |
(3) আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে। | وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ ٣ |
(4) আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে। | وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ ٤ |
(5) আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে। | وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ٥ |
(6) আর যখন সমুদ্রগুলোকে অগ্নিউত্তাল করা হবে। | وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ ٦ |
(7) আর যখন আত্মাগুলোকে (সমগোত্রীয়দের সাথে) মিলিয়ে দেয়া হবে। | وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ ٧ |
(8) আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে। | وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ ٨ |
(9) কী অপরাধে তাকে হত্যা করা হয়েছে? | بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ ٩ |
(10) আর যখন আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে। | وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ١٠ |
(11) আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে। | وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ ١١ |
(12) আর জাহান্নামকে যখন প্রজ্জ্বলিত করা হবে। | وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ ١٢ |
(13) আর জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে। | وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ ١٣ |
(14) তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কী উপস্থিত করেছে! | عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ ١٤ |
(15) আমি কসম করছি পশ্চাদপসারী নক্ষত্রের। | فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ ١٥ |
(16) যা চলমান, অদৃশ্য। | ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ ١٦ |
(17) আর কসম রাতের, যখন তা বিদায় নেয়। | وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ ١٧ |
(18) আর কসম প্রভাতের, যখন তা আগমন করে। | وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ ١٨ |
(19) নিশ্চয় এ কুরআন সম্মানিত রাসূলের[1] আনিত বাণী। | إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ١٩ |
(20) যে শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন। | ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ ٢٠ |
(21) মান্যবর, সেখানে সে বিশ্বস্ত। | مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ ٢١ |
(22) আর তোমাদের সাথী[2] পাগল নয়। | وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ ٢٢ |
(23) আর সে[3] তাকে[4] সুস্পষ্ট দিগন্তে দেখেছে। | وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ٢٣ |
(24) আর সে তো গায়েব সম্পর্কে কৃপণ নয়। | وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ ٢٤ |
(25) আর তা কোন অভিশপ্ত শয়তানের উক্তি নয়। | وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ ٢٥ |
(26) সুতরাং তোমরা কোথায় যাচ্ছ? | فَأَيۡنَ تَذۡهَبُونَ ٢٦ |
(27) এটাতো সৃষ্টিকুলের জন্য উপদেশমাত্র। | إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ٢٧ |
(28) যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়, তার জন্য। | لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ ٢٨ |
(29) আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন। | وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٢٩ |
সুরা তাকভীর | ع রুকু ১ |
PDF/Arabic

[1] জিবরীল (আলাইহিস সালাম)। [2] মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। [3] মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। [4] জিবরীল (আলাইহিস সালাম)।
৮০ সুরা আ’বাসা<< সুরা তাকভীর >> ৮২ সুরা ইনফিতার
Leave a Reply