সুরা তাকভীর বাংলা Sura At Takwir in Words & Audio 81

সুরা তাকভীর বাংলা Sura At Takwir in Words & Audio

১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি

PDFArabicWords

৮১ – সুরা তাকভীর – আয়াত : ২৯, মাক্কী, রুকু ১

সুরা তাকভীর Sura At Takwir mp3 Download

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে।إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ ١
(2) আর নক্ষত্ররাজি যখন পতিত হবে।وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ ٢
(3) আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে।وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ ٣
(4) আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে।وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ ٤
(5) আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে।وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ٥
(6) আর যখন সমুদ্রগুলোকে অগ্নিউত্তাল করা হবে।وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ ٦
(7) আর যখন আত্মাগুলোকে (সমগোত্রীয়দের সাথে) মিলিয়ে দেয়া হবে।وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ ٧
(8) আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে।وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ ٨
(9) কী অপরাধে তাকে হত্যা করা হয়েছে?بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ ٩
(10) আর যখন আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে।وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ١٠
(11) আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে।وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ ١١
(12) আর জাহান্নামকে যখন প্রজ্জ্বলিত করা হবে।وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ ١٢
(13) আর জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে।وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ ١٣
(14) তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কী উপস্থিত করেছে!عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ ١٤
(15) আমি কসম করছি পশ্চাদপসারী নক্ষত্রের।فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ ١٥
(16) যা চলমান, অদৃশ্য।ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ ١٦
(17) আর কসম রাতের, যখন তা বিদায় নেয়।وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ ١٧
(18) আর কসম প্রভাতের, যখন তা আগমন করে।وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ ١٨
(19) নিশ্চয় এ কুরআন সম্মানিত রাসূলের[1] আনিত বাণী।إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ١٩
(20) যে শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন।ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ ٢٠
(21) মান্যবর, সেখানে সে বিশ্বস্ত।مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ ٢١
(22) আর তোমাদের সাথী[2] পাগল নয়।وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ ٢٢
(23) আর সে[3] তাকে[4] সুস্পষ্ট দিগন্তে দেখেছে।وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ٢٣
(24) আর সে তো গায়েব সম্পর্কে কৃপণ নয়।وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ ٢٤
(25) আর তা কোন অভিশপ্ত শয়তানের উক্তি নয়।وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ ٢٥
(26) সুতরাং তোমরা কোথায় যাচ্ছ?فَأَيۡنَ تَذۡهَبُونَ ٢٦
(27) এটাতো সৃষ্টিকুলের জন্য উপদেশমাত্র।إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ٢٧
(28) যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়, তার জন্য।لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ ٢٨
(29) আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন।وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٢٩  
সুরা তাকভীরع রুকু

PDF/Arabic

Sura At Takwir

[1] জিবরীল (আলাইহিস সালাম)। [2] মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। [3] মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। [4] জিবরীল (আলাইহিস সালাম)।

৮০ সুরা আ’বাসা<< সুরা তাকভীর >> ৮২ সুরা ইনফিতার


Posted

in

by

Comments

Leave a Reply