সুরা জুহা তাফসীর । তাফসিরুল কুরআন

সুরা জুহা তাফসীর । তাফসিরুল কুরআন

সুরা জুহা তাফসীর । তাফসিরুল কুরআন >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> আরও প্রায় ৫০ টি তাফসীর ডাউনলোড করুন

অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৮২ঃ সূরা আয্-যুহা

৩৩৪৫. জুনদাব আল-বাজালী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সঙ্গে আমি এক গুহার মাঝে ছিলাম। সে সময় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর আঙ্গুল হতে রক্তক্ষরণ হলে তিনি বলেনঃ তুই একটি আঙ্গুল মাত্র। তোর মাঝ হতে রক্ত বের হল। যা তোর উপর দিয়ে ঘটল তা আল্লাহ তা’আলার রাস্তাই। বর্ণনাকারী বলেন, জিবরীল (‘আঃ) কিছু দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট না এলে মুশরিকরা বলল, মুহাম্মাদ পরিত্যক্ত হয়েছে। সে সময় আল্লাহ তা’আলা অবতীর্ণ করেনঃ “তোমার প্রভু তোমাকে ত্যাগও করেননি বা তোমার প্রতি নাখোশও হননি “- (সূরা আয্-যুহা ৩)।

সহীহঃ বুখারী ও মুসলিম। আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ হাদীস শু’বাহ্ ও সাওরী (রহঃ)আল-আসওয়াদ ইবনু ক্বাইস হতে রিওয়ায়াত করেছেন। হাদিসের মানঃ সহিহ হাদিস


Posted

in

by

Comments

One response to “সুরা জুহা তাফসীর । তাফসিরুল কুরআন”

Leave a Reply