সুরা জুহা তাফসীর । তাফসিরুল কোরআন

সুরা জুহা তাফসীর । তাফসিরুল কোরআন

>> সুনানে ইবনে মাজাহ হাদিস এর মুল সুচিপত্র পড়ুন

অনুচ্ছেদ-৮২ঃ সুরা জুহা তাফসীর

৩৩৪৫ জুনদাব আল-বাজালী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] এর সঙ্গে আমি এক গুহার মাঝে ছিলাম। সে সময় নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] এর আঙ্গুল হইতে রক্তক্ষরণ হলে তিনি বলেনঃ তুই একটি আঙ্গুল মাত্র। তোর মাঝ হইতে রক্ত বের হল। যা তোর উপর দিয়ে ঘটল তা আল্লাহ তাআলার রাস্তাই। বর্ণনাকারী বলেন, জিবরীল [আঃ] কিছু দিন রসুলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]-এর নিকট নাখোশ এলে মুশরিকরা বলল, মুহাম্মাদ পরিত্যক্ত হয়েছে। সে সময় আল্লাহ তাআলা অবতীর্ণ করেনঃ “তোমার প্রভু তোমাকে ত্যাগও করেননি বা তোমার প্রতি নাখোশও হননি “- [সূরা আয্-যুহা ৩]।সহীহঃ বোখারি ও মুসলিম।আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ হাদীস শুবাহ্ ও সাওরী [রহঃ]আল-আসওয়াদ ইবনি ক্বাইস হইতে রিওয়ায়াত করিয়াছেন।

এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস


Posted

in

by

Comments

Leave a Reply