সুরা গাশিয়াহ বাংলা তরজমা Sura Al Ghashiya in Words & Audio
১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি
৮৮ – সুরা গাশিয়াহ – আয়াত : ২৬, মাক্কী, রুকু ১
সুরা গাশিয়াহ Sura Al Ghashiya mp3 Download
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে? | هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ ١ |
(2) সেদিন অনেক চেহারা হবে অবনত। | وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ ٢ |
(3) কর্মক্লান্ত, পরিশ্রান্ত। | عَامِلَةٞ نَّاصِبَةٞ ٣ |
(4) তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। | تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ ٤ |
(5) তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে। | تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ ٥ |
(6) তাদের জন্য কাঁটাবিশিষ্ট গুল্ম ছাড়া কোন খাদ্য থাকবে না। | لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ ٦ |
(7) তা মোটা-তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। | لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ ٧ |
(8) সেদিন অনেক চেহারা হবে লাবণ্যময়। | وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ ٨ |
(9) নিজদের চেষ্টা সাধনায় সন্তুষ্ট। | لِّسَعۡيِهَا رَاضِيَةٞ ٩ |
(10) সুউচ্চ জান্নাতে | فِي جَنَّةٍ عَالِيَةٖ ١٠ |
(11) সেখানে তারা শুনবে না কোন অসার বাক্য। | لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ ١١ |
(12) সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা, | فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ ١٢ |
(13) সেখানে থাকবে সুউচ্চ আসনসমূহ। | فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ ١٣ |
(14) আর প্রস্তুত পানপাত্রসমূহ। | وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ ١٤ |
(15) আর সারি সারি বালিশসমূহ। | وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ ١٥ |
(16) আর বিস্তৃত বিছানো কার্পেটরাজি। | وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ ١٦ |
(17) তবে কি তারা উটের প্রতি দৃষ্টিপাত করে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে? | أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ ١٧ |
(18) আর আকাশের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে? | وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ ١٨ |
(19) আর পর্বতমালার দিকে, কীভাবে তা স্থাপন করা হয়েছে? | وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ ١٩ |
(20) আর যমীনের দিকে, কীভাবে তা বিস্তৃত করা হয়েছে? | وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ ٢٠ |
(21) অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র। | فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ ٢١ |
(22) তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও। | لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ ٢٢ |
(23) তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরী করে, | إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ٢٣ |
(24) ফলে আল্লাহ তাকে কঠোর আযাব দেবেন। | فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ ٢٤ |
(25) নিশ্চয় আমারই নিকট তাদের প্রত্যাবর্তন। | إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ ٢٥ |
(26) তারপর নিশ্চয় তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্বে। | ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم ٢٦ |
সুরা গাশিয়াহ | ع রুকু ১ |
PDF/Arabic

৮৭ সুরা আ’লা<< সুরা গাশিয়াহ >> ৮৯ সুরা ফা’জর
Leave a Reply