সুরা গাশিয়াহ বাংলা তরজমা Sura Al Ghashiya in Words & Audio 88

সুরা গাশিয়াহ বাংলা তরজমা Sura Al Ghashiya in Words & Audio

১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি

PDFArabicWords

৮৮ – সুরা গাশিয়াহ – আয়াত : ২৬, মাক্কী, রুকু ১

সুরা গাশিয়াহ Sura Al Ghashiya mp3 Download

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে?هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ ١
(2) সেদিন অনেক চেহারা হবে অবনত।وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ ٢
(3) কর্মক্লান্ত, পরিশ্রান্ত।عَامِلَةٞ نَّاصِبَةٞ ٣
(4) তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে।تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ ٤
(5) তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে।تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ ٥
(6) তাদের জন্য কাঁটাবিশিষ্ট গুল্ম ছাড়া কোন খাদ্য থাকবে না।لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ ٦
(7) তা মোটা-তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না।لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ ٧
(8) সেদিন অনেক চেহারা হবে লাবণ্যময়।وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ ٨
(9) নিজদের চেষ্টা সাধনায় সন্তুষ্ট।لِّسَعۡيِهَا رَاضِيَةٞ ٩
(10) সুউচ্চ জান্নাতেفِي جَنَّةٍ عَالِيَةٖ ١٠
(11) সেখানে তারা শুনবে না কোন অসার বাক্য।لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ ١١
(12) সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা,فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ ١٢
(13) সেখানে থাকবে সুউচ্চ আসনসমূহ।فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ ١٣
(14) আর প্রস্তুত পানপাত্রসমূহ।وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ ١٤
(15) আর সারি সারি বালিশসমূহ।وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ ١٥
(16) আর বিস্তৃত বিছানো কার্পেটরাজি।وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ ١٦
(17) তবে কি তারা উটের প্রতি দৃষ্টিপাত করে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ ١٧
(18) আর আকাশের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে?وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ ١٨
(19) আর পর্বতমালার দিকে, কীভাবে তা স্থাপন করা হয়েছে?وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ ١٩
(20) আর যমীনের দিকে, কীভাবে তা বিস্তৃত করা হয়েছে?وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ ٢٠
(21) অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র।فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ ٢١
(22) তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও।لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ ٢٢
(23) তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরী করে,إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ٢٣
(24) ফলে আল্লাহ তাকে কঠোর আযাব দেবেন।فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ ٢٤
(25) নিশ্চয় আমারই নিকট তাদের প্রত্যাবর্তন।إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ ٢٥
(26) তারপর নিশ্চয় তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্বে।ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم ٢٦
সুরা গাশিয়াহع রুকু

PDF/Arabic

Sura Al Ghashiya

৮৭ সুরা আ’লা<< সুরা গাশিয়াহ >> ৮৯ সুরা ফা’জর


Posted

in

by

Comments

2 responses to “সুরা গাশিয়াহ বাংলা তরজমা Sura Al Ghashiya in Words & Audio 88”

Leave a Reply