সুরা ক্বারিয়া তেলাওয়াত তরজমা Audio & Sura Al Qaria in Words 101

সুরা ক্বারিয়া তেলাওয়াত তরজমা Audio & Sura Al Qaria in Words

তাফসীরঃ বুখারী >> তিরমিজি

PDFArabicWords
১১৪ টি সুরা

১০১ – সুরা ক্বারিয়া – আয়াত : ১১, মাক্কী, রুকু ১

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) মহাভীতিপ্রদ শব্দ। ٱلۡقَارِعَةُ ١
(2) মহাভীতিপ্রদ শব্দ কি?مَا ٱلۡقَارِعَةُ ٢
(3) তোমাকে কিসে জানাবে মহা ভীতিপ্রদ শব্দ কি?وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ ٣
(4) যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত,يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ ٤
(5) আর পর্বতরাজি হবে ধুনা রঙিন পশমের মত।وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ ٥
(6) অতঃপর যার পাল্লা ভারী হবে,فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ ٦
(7) সে থাকবে সন্তোষজনক জীবনে;فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ ٧
(8) আর যার পাল্লা হালকা হবে,وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ ٨
(9) তার আবাস হবে হাবিয়া।فَأُمُّهُۥ هَاوِيَةٞ٩
(10) আর তোমাকে কিসে জানাবে হাবিয়া কি?وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ ١٠
(11) প্রজ্জ্বলিত অগ্নি।نَارٌ حَامِيَةُۢ ١١
সুরা ক্বারিয়াع রুকু

PDF/Arabic

Sura Al Qaria

১০০ সুরা আদিয়্যাত<< সুরা ক্বারিয়া >> ১০২ সুরা তাকাসুর


Posted

in

by

Comments

Leave a Reply