সুরা কুরাইশ এর তাফসীর

সুরা কুরাইশ এর তাফসীর

সুরা কুরাইশ এর তাফসীর >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন

সুরা কুরাইশ এর তাফসীর

(106) سُوْرَةُ لِإِيْلَافِ قُرَيْشٍ

সুরা (১০৬) : লি ই-লাফি ( সুরা কুরাইশ এর তাফসীর )

وَقَالَ مُجَاهِدٌ {لِإِيْلَافِ} أَلِفُوْا ذَلِكَ فَلَا يَشُقُّ عَلَيْهِمْ فِي الشِّتَاءِ وَالصَّيْفِ وَآمَنَهُمْ مِنْ كُلِّ عَدُوِّهِمْ فِيْ حَرَمِهِمْ قَالَ ابْنُ عُيَيْنَةَ {لِإِيْلَافِ} لِنِعْمَتِيْ عَلَى قُرَيْشٍ.

মুজাহিদ (রহমাতুল্লাহি আলাইহি) বলেন, لِإِيْلَافِ মানে তারা এ বিষয়ে অভ্যস্ত ছিল। ফলে, শীত ও গ্রীষ্মে তা তাদের জন্য কষ্টকর হয় না। وَاٰمَنَهُمْ আল্লাহ তাআলা হারামের মাধ্যমে তাদের যাবতীয় শত্রু থেকে নিরাপত্তা দিয়েছেন। ইবনু উআয়না (রহমাতুল্লাহি আলাইহি) বলেন, لِإِيْلَافِ কুরাইশদের প্রতি আমার নিমাতের কারণে।


Posted

in

by

Comments

Leave a Reply