সুরা কিয়ামাহ তাফসীর । তাফসিরুল কুরান
সুরা কিয়ামাহ তাফসীর । তাফসিরুল কুরান >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা কিয়ামা’ত আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ
অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৭২ঃ সুরা কিয়ামাহ তাফসীর
৩৩২৯. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, যখন রসুলুল্লাহ [সাঃআঃ]-এর উপর কুরআন অবতীর্ণ হত তখন তিনি তা মুখস্থ করে নেয়ার জন্য [ফেরেশতার সঙ্গে সঙ্গে] জিহ্বা নাড়াতেন। এ অবস্থায় আল্লাহ তাআলা অবতীর্ণ করেনঃ “তাড়াতাড়ি ওয়াহী মুখস্থ করার জন্য তুমি তোমার জিহ্বা সঞ্চালন করো না ………” [সূরা ক্বিয়ামাহ ১৬-২১]। অধঃস্থন বর্ণনাকারী মূসা তার ঠোট দুটি নেড়ে দেখাতেন।
সহীহঃ বোখারি ও মুসলিম।সুফইয়ানও তার ঠোঁট দুটো নাড়তেন। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ। আলী ইবনিল মাদীনী বলেন, ইয়াহইয়া ইবনি সাঈদ আল কাত্তান বলেছেন, সুফইয়ান আস সাওরী [রঃ]মূসা ইবনি আবী আয়িশাহর খুব সুনাম করিতেন। সুরা কিয়ামাহ তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস
৩৩৩০. সুওয়াইর [রঃ]হইতে বর্ণীতঃ
তিনি বলেনঃ আমি ইবনি উমার [রাদি.]-কে বলিতে শুনিয়াছি, রাসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেনঃ একজন সাধারণ মর্যাদাসম্পন্ন জান্নাতীর উদ্যানসমূহ, বিবিগণ, চাকরগণ এবং খাট-পালংকসমূহ কেউ দেখিতে চাইলে তা তার জন্য হাজার বছরের রাস্তা। তাহাদের মধ্যে আল্লাহ্ তাআলার নিকট সর্বাধিক মর্যাদাসম্পন্ন ব্যক্তি সকাল-সন্ধ্যায় তাহাঁর চেহারা দেখার সৌভাগ্য লাভ করবেন। তারপর রাসূলুল্লাহ্ [সাঃআঃ] এই আয়াত পাঠ করেনঃ “কিছু মুখমণ্ডল সেদিন উজ্জ্বল হইবে এবং তারা তাহাদের রবের দিকে তাকিয়ে থাকিবে” [ সূরাঃ আল-ক্বিয়ামাহ-২২-২৩]।
জঈফ, যঈফা [১৯৮৫] আবু ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব। একাধিক বর্ণনাকারী ইসরাঈলের সূত্রে হাদীসটি একইভাবে মারফূ হিসেবে বর্ণনা করিয়াছেন। আবদুল মালিক ইবনি আব্জার [রঃ]সুওয়াইর হইতে তিনি [মুজাহিদ] ইবনি উমার [রাদি.] সুত্রে এটিকে তার কথা হিসেবে [মাওকূফ হিসেবে] বর্ণনা করিয়াছেন, মারফূ হিসেবে নয়। আল-আশজাঈ [রঃ]সুফিয়ান হইতে তিনি সুওয়াইর হইতে তিনি মুজাহিদ হইতে তিনি ইবনি উমার [রাদি.] সূত্রে তার কথারূপে বর্ণনা করিয়াছেন এবং মারফূরূপে বর্ণনা করেননি। আবু ঈসা বলেন, আমাদের জানামতে এ হাদীসের সনদে সুফিয়ান ব্যতীত অন্য কেউ মুজাহিদের উল্লেখ করেননি। সুওয়াইর-এর ডাকনাম আবু জাহম। আবু ফাখি তার নাম সাঈদ ইবনি ইলাকা। সুরা কিয়ামাহ তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ দুর্বল হাদিস
Leave a Reply