সুরা ওয়াত তীন এর তাফসীর

সুরা ওয়াত তীন এর তাফসীর

সুরা ওয়াত তীন এর তাফসীর >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন >> সুরা তীন আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

সুরা ওয়াত তীন এর তাফসীর

(95) سُوْرَةُ وَالتِّيْنِ

সুরা (৯৫) : সুরা ওয়াত তীন এর তাফসীর

وَقَالَ مُجَاهِدٌ هُوَ {التِّيْنُ وَالزَّيْتُوْنُ} الَّذِيْ يَأْكُلُ النَّاسُ يُقَالُ {فَمَا يُكَذِّبُكَ} فَمَا الَّذِيْ يُكَذِّبُكَ بِأَنَّ النَّاسَ يُدَانُوْنَ بِأَعْمَالِهِمْ كَأَنَّهُ قَالَ وَمَنْ يَقْدِرُ عَلَى تَكْذِيْبِكَ بِالثَّوَابِ وَالْعِقَابِ.

মুজাহিদ (রহমাতুল্লাহি আলাইহি) বলেন, আয়াতের মধ্যে التِّيْنُ وَالزَّيْتُوْنُ বলে ঐ তীন ও যায়তূনকে বোঝানো হয়েছে, যা মানুষ খেয়ে থাকে। فَمَا يُكَذِّبُكَ মানুষকে তাদের আমালের প্রতিদান দেয়া হইবে এ ব্যাপারে কোন জিনিস তোমাকে অবিশ্বাসী করে। অর্থাৎ শাস্তি কিংবা পুরস্কার দানের ব্যাপারে তোমাকে মিথ্যা সাব্যস্ত করার ক্ষমতা রাখে কে?

৪৯৫২

বারাআ (রাদি.) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী (সাঃআঃ) সফরে থাকাকালীন ইশার সলাতের দুই রাকআতের কোন এক রাকআতে সুরা তীন পাঠ করিয়াছেন। [৭৬৭] (আ.প্র. ৪৫৮৪, ই.ফা. ৪৫৮৯)


Posted

in

by

Comments

Leave a Reply