সুরা ইনশিকাক বাংলা Sura Al Inshiqaq in Words & Audio
১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি
৮৪ – সুরা ইনশিকাক -আয়াত : ২৫, মাক্কী, রুকু ১
সুরা ইনশিকাক Sura Al Inshiqaq mp3 Download
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) যখন আসমান ফেটে যাবে। | إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ ١ |
(2) আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়। | وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٢ |
(3) আর যখন যমীনকে সম্প্রসারিত করা হবে। | وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ٣ |
(4) আর তার মধ্যে যা রয়েছে তা নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে। | وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ ٤ |
(5) আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়। | وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٥ |
(6) হে মানুষ, তোমার রব পর্যন্ত (পৌঁছতে) অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ পাবে। | يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ ٦ |
(7) অতঃপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে; | فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ٧ |
(8) অত্যন্ত সহজভাবেই তার হিসাব-নিকাশ করা হবে। | فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا ٨ |
(9) আর সে তার পরিবার-পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে। | وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا ٩ |
(10) আর যাকে তার আমলনামা পিঠের পেছনে দেয়া হবে, | وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ ١٠ |
(11) অতঃপর সে ধ্বংস আহবান করতে থাকবে। | فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا ١١ |
(12) আর সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। | وَيَصۡلَىٰ سَعِيرًا ١٢ |
(13) নিশ্চয় সে তার পরিবার-পরিজনদের মধ্যে আনন্দে ছিল। | إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ١٣ |
(14) নিশ্চয় সে মনে করত যে, সে কখনো ফিরে যাবে না। | إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ١٤ |
(15) হ্যাঁ, নিশ্চয় তার রব তার প্রতি সম্যক দৃষ্টি দানকারী। | بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا ١٥ |
(16) অতঃপর আমি কসম করছি পশ্চিম আকাশের লালিমার। | فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ ١٦ |
(17) আর রাতের কসম এবং রাত যা কিছুর সমাবেশ ঘটায় তার। | وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ ١٧ |
(18) আর চাঁদের কসম, যখন তা পরিপূর্ণ হয়। | وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ ١٨ |
(19) অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে। | لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ ١٩ |
(20) অতএব তাদের কী হল যে, তারা ঈমান আনছে না? | فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ ٢٠ |
(21) আর যখন তাদের কাছে কুরআন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদা করে না। | |
(22) বরং কাফিররা অস্বীকার করে। | بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ ٢٢ |
(23) আর তারা যা অন্তরে পোষণ করে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত। | وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ ٢٣ |
(24) অতএব তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। | فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ ٢٤ |
(25) কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন প্রতিদান। | إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۢ ٢٥ |
সুরা ইনশিকাক | ع রুকু ১ |
PDF/Arabic

৮৩ সুরা মুতাফফিফীন<< সুরা ইনশিকাক >>৮৫ সুরা বুরূজ
Leave a Reply