সুরা ইনশিকাক বাংলা Sura Al Inshiqaq in Words & Audio 84

সুরা ইনশিকাক বাংলা Sura Al Inshiqaq in Words & Audio

১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি

PDFArabicWords

৮৪ – সুরা ইনশিকাক -আয়াত : ২৫, মাক্কী, রুকু ১

সুরা ইনশিকাক Sura Al Inshiqaq mp3 Download

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) যখন আসমান ফেটে যাবে।إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ ١
(2) আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়।وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٢
(3) আর যখন যমীনকে সম্প্রসারিত করা হবে।وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ٣
(4) আর তার মধ্যে যা রয়েছে তা নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে।وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ ٤
(5) আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়।وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٥
(6) হে মানুষ, তোমার রব পর্যন্ত (পৌঁছতে) অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ পাবে।يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ ٦
(7) অতঃপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে;فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ٧
(8) অত্যন্ত সহজভাবেই তার হিসাব-নিকাশ করা হবে।فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا ٨
(9) আর সে তার পরিবার-পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে।وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا ٩
(10) আর যাকে তার আমলনামা পিঠের পেছনে দেয়া হবে,وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ ١٠
(11) অতঃপর সে ধ্বংস আহবান করতে থাকবে।فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا ١١
(12) আর সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।وَيَصۡلَىٰ سَعِيرًا ١٢
(13) নিশ্চয় সে তার পরিবার-পরিজনদের মধ্যে আনন্দে ছিল।إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ١٣
(14) নিশ্চয় সে মনে করত যে, সে কখনো ফিরে যাবে না।إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ١٤
(15) হ্যাঁ, নিশ্চয় তার রব তার প্রতি সম্যক দৃষ্টি দানকারী।بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا ١٥
(16) অতঃপর আমি কসম করছি পশ্চিম আকাশের লালিমার।فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ ١٦
(17) আর রাতের কসম এবং রাত যা কিছুর সমাবেশ ঘটায় তার।وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ ١٧
(18) আর চাঁদের কসম, যখন তা পরিপূর্ণ হয়।وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ ١٨
(19) অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে।لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ ١٩
(20) অতএব তাদের কী হল যে, তারা ঈমান আনছে না?فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ ٢٠
(21) আর যখন তাদের কাছে কুরআন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদা করে না।Text Box: সিজদাوَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩ ٢١
(22) বরং কাফিররা অস্বীকার করে।بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ ٢٢
(23) আর তারা যা অন্তরে পোষণ করে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত।وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ ٢٣
(24) অতএব তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও।فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ ٢٤
(25) কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন প্রতিদান।إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۢ ٢٥
সুরা ইনশিকাকع রুকু

PDF/Arabic

Sura Al Inshiqaq

৮৩ সুরা মুতাফফিফীন<< সুরা ইনশিকাক >>৮৫ সুরা বুরূজ


Posted

in

by

Comments

3 responses to “সুরা ইনশিকাক বাংলা Sura Al Inshiqaq in Words & Audio 84”

Leave a Reply