সুরা ইনফিতার বাংলা Sura Al Infitar in Words & Audio
১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি
৮২ – সুরা ইনফিতার – আয়াত : ১৯, মাক্কী, রুকু ১
সুরা ইনফিতার Sura Al Infitar mp3 Download
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) যখন আসমান বিদীর্ণ হবে। | إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ ١ |
(2) আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে। | وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ ٢ |
(3) আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে। | وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ ٣ |
(4) আর যখন কবরগুলো উন্মোচিত হবে। | وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ ٤ |
(5) তখন প্রত্যেকে জানতে পারবে, সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে। | عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ ٥ |
(6) হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? | يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ ٦ |
(7) যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুসম করেছেন, তারপর তোমাকে সুসমঞ্জস করেছেন। | ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ٧ |
(8) যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাকে গঠন করেছেন। | فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ ٨ |
(9) কখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসকে অস্বীকার করে থাক। | كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ٩ |
(10) আর নিশ্চয় তোমাদের উপর সংরক্ষকগণ রয়েছে। | وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ ١٠ |
(11) সম্মানিত লেখকবৃন্দ। | كِرَامٗا كَٰتِبِينَ ١١ |
(12) তারা জানে, যা তোমরা কর। | يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ ١٢ |
(13) নিশ্চয় সৎকর্মপরায়ণরা থাকবে সুখ- স্বাচ্ছন্দ্যে। | إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ ١٣ |
(14) আর নিশ্চয় অন্যায়কারীরা থাকবে প্রজ্জ্বলিত আগুনে। | وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ ١٤ |
(15) তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে। | يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ ١٥ |
(16) আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না। | وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ١٦ |
(17) আর কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী? | وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٧ |
(18) তারপর বলছি, কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী? | ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٨ |
(19) সেদিন কোন মানুষ অন্য মানুষের জন্য কোন কিছুর ক্ষমতা রাখবে না। আর সেদিন সকল বিষয় হবে আল্লাহর কর্তৃত্বে। | يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ ١٩ |
সুরা ইনফিতার | ع রুকু ১ |
PDF/Arabic

৮১ সুরা তাকভীর<< সুরা ইনফিতার >> ৮৩ সুরা মুতাফফিফীন
Leave a Reply