সুরা ইনফিতার বাংলা Sura Al Infitar in Words & Audio 82

সুরা ইনফিতার বাংলা Sura Al Infitar in Words & Audio

১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি

PDFArabicWords

৮২ – সুরা ইনফিতার – আয়াত : ১৯, মাক্কী, রুকু ১

সুরা ইনফিতার Sura Al Infitar mp3 Download

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) যখন আসমান বিদীর্ণ হবে।إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ ١
(2) আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে।وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ ٢
(3) আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে।وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ ٣
(4) আর যখন কবরগুলো উন্মোচিত হবে।وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ ٤
(5) তখন প্রত্যেকে জানতে পারবে, সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে।عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ ٥
(6) হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে?يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ ٦
(7) যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুসম করেছেন, তারপর তোমাকে সুসমঞ্জস করেছেন।ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ٧
(8) যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাকে গঠন করেছেন।فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ ٨
(9) কখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসকে অস্বীকার করে থাক।كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ٩
(10) আর নিশ্চয় তোমাদের উপর সংরক্ষকগণ রয়েছে।وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ ١٠
(11) সম্মানিত লেখকবৃন্দ।كِرَامٗا كَٰتِبِينَ ١١
(12) তারা জানে, যা তোমরা কর।يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ ١٢
(13) নিশ্চয় সৎকর্মপরায়ণরা থাকবে সুখ- স্বাচ্ছন্দ্যে।إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ ١٣
(14) আর নিশ্চয় অন্যায়কারীরা থাকবে প্রজ্জ্বলিত আগুনে।وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ ١٤
(15) তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে।يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ ١٥
(16) আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না।وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ١٦
(17) আর কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٧
(18) তারপর বলছি, কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٨
(19) সেদিন কোন মানুষ অন্য মানুষের জন্য কোন  কিছুর ক্ষমতা রাখবে না। আর সেদিন সকল বিষয় হবে  আল্লাহর কর্তৃত্বে।يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡ‍ٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ ١٩  
সুরা ইনফিতারع রুকু

PDF/Arabic

Sura Al Infitar

৮১ সুরা তাকভীর<< সুরা ইনফিতার >> ৮৩ সুরা মুতাফফিফীন


Posted

in

by

Comments

2 responses to “সুরা ইনফিতার বাংলা Sura Al Infitar in Words & Audio 82”

Leave a Reply