সুরা আহকাফ তাফসীর । তাফসীরুল কুড়ান
সুরা আহকাফ তাফসীর । তাফসীরুল কুড়ান >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা আহক্বাফ আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ
অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৪৭ঃ সুরা আহকাফ তাফসীর
৩২৫৭. আয়িশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসুলুল্লাহ [সাঃআঃ] যখন আকাশ মেঘাচ্ছন্ন দেখিতেন তখন [অস্থির হয়ে] একবার সামনে যেতেন আবার পেছনে যেতেন। তারপর বৃষ্টি বর্ষিত হলে তাহাঁর অস্থিরতা দূর হত। তিনি [আয়িশাহ] বলেন, আমি তাকে এ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেনঃ আমি জানি না, এটা সেই আযাব কিনা যে প্রসঙ্গে আল্লাহ্ তাআলা বলেছেনঃ “তারপর তারা যখন তাহাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল তখন বলিতে লাগল, এ তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দান করিবে”- [সূরা আহক্বাফ ২৪]
সহীহঃ সহীহাহ [২৭৫৭] বোখারি, মুসলিম। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান । সুরা আহকাফ তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস
৩২৫৮. আলক্বামাহ [রঃ]হইতে বর্ণীতঃ
তিনি বলেনঃ আমি ইবনি মাসউদ [রাদি.]-কে প্রশ্ন করলাম, জিনের রাতে আপনাদের কেউ কি রসুলুল্লাহ [সাঃআঃ] এর সাথী ছিলেন? তিনি বলিলেন, আমাদের কেউ তাহাঁর সঙ্গে ছিল না। তবে তিনি মক্কাতে থাকার সময় এক রাতে আমাদের হইতে হারিয়ে গেলেন। আমরা বলাবলি করলাম, তাঁকে হত্যা করা হয়েছে অথবা অপহরণ করা হয়েছে, এরকম কিছু করা হয়েছে। আমরা খুবই অশান্তিতে রাত কাটালাম। তারপর খুব ভোরে হঠাৎ দেখলাম তিনি হেরা পর্বতের দিক হইতে আসছেন। রাবী বলেনঃ তাহাঁর নিকটে সকলে বিগত রাতের অস্থিরতার কথা বর্ণনা করলে তিনি বললেনঃ আমার নিকট জিনদের এক প্রতিনিধি এসেছিল। আমি তাহাদের কাছে গিয়ে কুরআন পাঠ করেছি। তারপর তিনি এগিয়ে গিয়ে তাহাদের বিভিন্ন প্রমাণ ও আগুনের চিহ্ন দেখান। শাবী [রঃ]বলেনঃ জিনেরা তার নিকটে তাহাদের খাবার চাইল। তারা ছিল কোন এক উপদ্বীপের অধিবাসী। তিনি তাহাদের বলেন, যে সব হাড়ে আল্লাহ্ তাআলার নাম নেয়া হয়েছে সেগুলো তোমাদের হাতে আসার সাথে সাথে গোশত পূর্ণ হয়ে যাবে, যেমন পূর্বে তা গোশতে পূর্ণ ছিল। আর সব রকমের বিষ্ঠা ও গোবর তোমাদের পশুর খাদ্য। তারপর রসুলুল্লাহ [সাঃআঃ] [আমাদেরকে] বললেনঃ তোমরা এগুলো ঢিলা হিসেবে ব্যবহার করিবে না। কেননা এগুলো তোমাদের ভাই জিনদের খাদ্য।
যে হাড়ে “আল্লাহর নাম নেয়া হয়েছে” এবং “তোমাদের পশুর খাদ্য” এই শব্দ ব্যতীত হাদীসটি সহীহ। যঈফাহ [১০৩৮] আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ । সুরা আহকাফ তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস
Leave a Reply