সুরা আসসাফ এর তাফসীর

সুরা আসসাফ এর তাফসীর

সুরা আসসাফ এর তাফসীর >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন >> সুরা সফ আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

সুরা আসসাফ এর তাফসীর

৬৫/৬১/১.অধ্যায়ঃ আল্লাহর বাণীঃ যিনি আমার পরে আসবেন, যার নাম আহমাদ। (সুরা আসসাফ ৬১/৬)

(61) سُوْرَةُ الصَّفِّ

সুরা (৬১) : আসসাফ্

وَقَالَ مُجَاهِدٌ {مَنْ أَنْصَارِيْٓ إِلَى اللهِ} مَنْ يَتَّبِعُنِيْ إِلَى اللهِ وَقَالَ ابْنُ عَبَّاسٍ {مَرْصُوْصٌ}مُلْصَقٌ بَعْضُهُ بِبَعْضٍ وَقَالَ يَحْيَى بِالرَّصَاصِ.

মুজাহিদ (রহমাতুল্লাহি আলাইহি) বলেন, مَنْ أَنْصَارِيْٓإِلَى اللهِ অর্থ, আল্লাহর পথে কে আমার অনুসরণ করিবে? ইবনু আববাস (রাদি.) বলেন, مَرْصُوْصٌ ঐ বস্তু যার এক অংশ অপর অংশের সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত। ইবনু আববাস (রাদি.) ব্যতীত অপরাপর তাফসীরকারের মধ্যে رَّصَاصِ (মানে শিলা) ধাতু থেকে مَرْصُوْصًا শব্দটির উৎপত্তি।

৪৮৯৬

যুবায়র ইবনু মুতইম (রাদি.) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সাঃআঃ)-কে বলিতে শুনিয়াছি যে, আমার অনেকগুলো নাম আছে। আমি মুহাম্মাদ, আমি আহ্মাদ এবং আমি মাহী। আমার দ্বারা আল্লাহ তাআলা সমস্ত কুফরী দূর করবেন। আমি হাশির, আমার পেছনে সমস্ত মানুষকে একত্রিত করা হইবে এবং আমি আকিব, সকলের শেষে আগমনকারী। [৩৫৩২] (আ.প্র. ৪৫২৮, ই.ফা. ৪৫৩২)


Posted

in

by

Comments

Leave a Reply