সুরা আল ইনশিরাহ এর তাফসীর
সুরা আল ইনশিরাহ এর তাফসীর >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন >> সুরা আলাম-নাশরাহ আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ
৬৫/৯৫/১.অধ্যায়ঃ পরিচ্ছেদ নাই।
(94) سُوْرَةُ أَلَمْ نَشْرَحْ لَكَ
সুরা (৯৪) : আলাম নাশরাহ লাকা ( সুরা আল ইনশিরাহ এর তাফসীর )
وَقَالَ مُجَاهِدٌ {وِزْرَكَ}فِي الْجَاهِلِيَّةِ {أَنْقَضَ}أَثْقَلَ مَعَ الْعُسْرِ يُسْرًا قَالَ ابْنُ عُيَيْنَةَ أَيْ {مَعَ الْعُسْرِ يُسْرًا} آخَرَ كَقَوْلِهِ {هَلْ تَرَبَّصُوْنَ بِنَآ إِلَّآ إِحْدَى الْحُسْنَيَيْنِ} وَلَنْ يَغْلِبَ عُسْرٌ يُسْرَيْنِ وَقَالَ مُجَاهِدٌ {فَانْصَبْ} فِيْ حَاجَتِكَ إِلَى رَبِّكَ وَيُذْكَرُ عَنْ ابْنِ عَبَّاسٍ {أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ} شَرَحَ اللهُ صَدْرَهُ لِلْإِسْلَامِ.
মুজাহিদ (রহমাতুল্লাহি আলাইহি) বলেন, وِزْرَكَ জাহিলী যুগের বোঝা। أَنْقَضَ মানে অতিশয় কষ্টদায়ক। مَعَالْعُسْرِيُسْرًا এর ব্যাখ্যায় ইবনু উয়াইয়াহ (রহমাতুল্লাহি আলাইহি) বলেন, এ কঠিন অবস্থার পরই আরেকটি সহজঅবস্থা আছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, هَلْ تَرَبَّصُوْنَ بِنَآ إِلَّآ إِحْدَى الْحُسْنَيَيْنِ তোমরা আমাদের দুটি কল্যাণের একটির অপেক্ষা করছ। একটি কঠিন অবস্থা দুটি সহজ অবস্থাকে কখনো পরাভূত করিতে পারবে না। মুজাহিদ (রহমাতুল্লাহি আলাইহি) বলেন, فَانْصَبْ অর্থ-প্রয়োজন পূরণের জন্য তুমি তোমার রবের কাছে কাকুতি-মিনতি করে প্রার্থনা কর। আবদুল্লাহ ইবনু আববাস (রাদি.)أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ এর ব্যাখ্যায় বর্ণিত আছে যে, আল্লাহ রাববুল আলামীন নাবী সাঃআঃ-এর বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন।
Leave a Reply