সুরা আল ইনশিকাক এর তাফসীর
সুরা আল ইনশিকাক এর তাফসীর >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন
৬৫/৮৪/১.অধ্যায়ঃ তার হিসাব-নিকাশ সহজেই নেয়া হইবে। (সুরা আল-ইন্শিকাক ৮৪/৮)
(84) سُوْرَةُ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ
সুরা (৮৪) : ইযাসসামাউন্ শাকক্বাত ( সুরা আল ইনশিকাক এর তাফসীর )
قَالَ مُجَاهِدٌ {كِتَابَهُ بِشِمَالِهٰ} يَأْخُذُ كِتَابَهُ مِنْ وَرَاءِ ظَهْرِهِ {وَسَقَ} جَمَعَ مِنْ دَابَّةٍ {ظَنَّ أَنْ لَّنْ يَّحُوْرَ} أنْ لَا يَرْجِعَ إِلَيْنَا وَقَالَ ابْنُ عَبَّاسٍ {يُوْعُوْنَ} يُسِرُّوْنَ.
মুজাহিদ (রহমাতুল্লাহি আলাইহি) বলেন, كِتَابَهُ بِشِمَالِهٰ অর্থাৎ সে পেছন দিক হইতে নিজের আমালনামা গ্রহণ করিবে। وَسَقَ অর্থ সে যেসব জীবজন্তুর সমাবেশ ঘটায়। ظَنَّ أَنْ لَّنْ يَّحُوْرَ অর্থ সে মনে করত যে, সে কখনই আমার কাছে ফিরে আসবে না। ইবনু আববাস বলেন, يُوْعُوْنَ যা তারা গোপন রাখে।
৪৯৩৯
আয়েশাহ (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নাবী (সাঃআঃ)-কে বলিতে শুনিয়াছি যে, ক্বিয়ামাতের দিন যে ব্যক্তিরই হিসাব নেয়া হইবে, সে ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, তখন আমি বললাম, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন। আল্লাহ কি বলেননি, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا “যার আমালনামা তার ডান হস্তে দেয়া হইবে, তার হিসাব নিকাশ সহজেই নেয়া হইবে। এ কথা শুনে রাসুলুল্লাহ (সাঃআঃ) বলিলেন, এ আয়াতে আমালনামা কীভাবে দেয়া হইবে সে ব্যাপারে উল্লেখ করা হয়েছে, নতুবা যার খুঁটিনাটি হিসাব নেয়া হইবে সে ধ্বংস হয়ে যাবে। [১০৩] (আ.প্র. ৪৫৭০, ই.ফা. ৪৫৭৫)
৬৫/৮৪/২.অধ্যায়ঃ আল্লাহর বাণীঃ অবশ্যই তোমরা এক অবস্থা থেকে অন্যাবস্থায় উপনীত হইবে। (সুরা আল-ইন্শিকাক ৮৪/১৯)
৪৯৪০
ইবনু আব্বাস (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ এর অর্থ হচ্ছে, এক অবস্থার পর আরেক অবস্থা। তোমাদের নাবীই (সাঃআঃ) এটা বলেছেন। (আ.প্র. ৪৫৭১, ই.ফা. ৪৫৭৬)
Leave a Reply