সুরা আল ইনফিতার এর তাফসীর
সুরা আল ইনফিতার এর তাফসীর >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন
(82) سُوْرَةُ إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ
সুরা (৮২) : ইযাসসামাউ আনফাতারাত (আল-ইনফিতার)
وَقَالَ الرَّبِيْعُ بْنُ خُثَيْمٍ {فُجِّرَتْ} فَاضَتْ وَقَرَأَ الْأَعْمَشُ وَعَاصِمٌ {فَعَدَلَكَ} بِالتَّخْفِيْفِ وَقَرَأَهُ أَهْلُ الْحِجَازِ بِالتَّشْدِيْدِ وَأَرَادَ مُعْتَدِلَ الْخَلْقِ وَمَنْ خَفَّفَ يَعْنِيْ فِيْ أَيِّ صُوْرَةٍ شَاءَ إِمَّا حَسَنٌ وَإِمَّا قَبِيْحٌ أَوْ طَوِيْلٌ أَوْ قَصِيْرٌ.
রাবী ইবনু খুশাইম (রহমাতুল্লাহি আলাইহি) বলেন, فُجِّرَتْ অর্থ-প্রবাহিত হইবে, আমাশ এবং ওয়াসিম (রহমাতুল্লাহি আলাইহি) فَعَدَلَكَ তাখফীফ-এর সঙ্গে পড়তেন এবং হিজাযের অধিবাসী فَعَدَّلَكَ তাশদীদ-এর সঙ্গে পড়তেন। অর্থ তিনি তোমাকে সামঞ্জস্যপূর্ণ সৃষ্টি করিয়াছেন। যারা فَعَدَلَكَ তাখফীফ-এর সঙ্গে পড়তেন, তারা বলেন, এর অর্থ হল, তিনি তোমাকে সুন্দর বা কুৎসিৎ; লম্বা খাটো যে আকারে ইচ্ছে, সৃষ্টি করিয়াছেন।
Leave a Reply