সুরা আলাম নাশরাহ Sura Ash Sharh in Words & Audio
১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি
সুরা আলাম নাশরাহ Sura Ash Sharh mp3 Download
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি? | أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ ١ |
(2) আর আমি নামিয়ে দিয়েছি তোমার থেকে তোমার বোঝা, | وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ ٢ |
(3) যা তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল। | ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ ٣ |
(4) আর আমি তোমার (মর্যাদার) জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি। | وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ ٤ |
(5) সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ। | فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا ٥ |
(6) নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সুখ। | إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا ٦ |
(7) অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর ইবাদাতে রত হও। | فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ ٧ |
(8) আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও। | وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب ٨ |
সুরা আলাম নাশরাহ | ع রুকু ১ |
PAD/ Arabic

Leave a Reply