সুরা আলাক তেলাওয়াত Sura Al Alaq in Words & Audio
১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি
৯৬ – সুরা আলাক – আয়াত : ১৯, মাক্কী, রুকু ১
সুরা আলাক mp3 Download
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। | ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ ١ |
তিনি সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক থেকে। | خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ ٢ |
পড়, আর তোমার রব মহামহিম। | ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ ٣ |
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। | ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ ٤ |
তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না। | عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ ٥ |
কখনো নয়, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে থাকে। | كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ ٦ |
কেননা সে নিজকে মনে করে স্বয়ংসম্পূর্ণ। | أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ٧ |
নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন। | إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ ٨ |
তুমি কি তাকে দেখেছ যে নিষেধ করে | أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ ٩ |
এক বান্দাকে, যখন সে সালাত আদায় করে? | عَبۡدًا إِذَا صَلَّىٰٓ ١٠ |
তুমি কি দেখেছ, যদি সে হিদায়াতের উপর থাকে, | أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ ١١ |
অথবা তাকওয়ার নির্দেশ দেয়? | أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ ١٢ |
যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়? | أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ١٣ |
সে কি জানেনা যে, নিঃসন্দেহে আল্লাহ দেখেন? | أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ١٤ |
কখনো নয়, যদি সে বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে- হিঁচড়ে নিয়ে যাব। | كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ ١٥ |
মিথ্যাবাদী, পাপিষ্ঠ কপাল। | نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ ١٦ |
অতএব, সে তার সভাসদদের আহবান করুক। | فَلۡيَدۡعُ نَادِيَهُۥ ١٧ |
অচিরেই আমি ডেকে নেব জাহান্নামের প্রহরীদেরকে। | سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ ١٨ |
(19) কখনো নয়, তুমি তার আনুগত্য করবে না। আর সিজদা কর এবং নৈকট্য লাভ কর। | |
সুরা আলাক | ع রুকু ১ |
PDF/Arabic

৯৫ সুরা তীন << সুরা আলাক >> ৯৭ সুরা ক্বদর
Leave a Reply