সুরা আলাক তেলাওয়াত Sura Al Alaq in Words & Audio 96

সুরা আলাক তেলাওয়াত Sura Al Alaq in Words & Audio

১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি

PDFArabicWords

৯৬ – সুরা আলাক – আয়াত : ১৯, মাক্কী, রুকু ১

সুরা আলাক mp3 Download

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ ١
তিনি সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক থেকে।خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ ٢
পড়, আর তোমার রব মহামহিম।ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ ٣
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ ٤
তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ ٥
কখনো নয়, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে থাকে।كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ ٦
কেননা সে নিজকে মনে করে স্বয়ংসম্পূর্ণ।أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ٧
নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন।إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ ٨
তুমি কি তাকে দেখেছ যে নিষেধ করেأَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ ٩
এক বান্দাকে, যখন সে সালাত আদায় করে?عَبۡدًا إِذَا صَلَّىٰٓ ١٠
তুমি কি দেখেছ, যদি সে হিদায়াতের উপর থাকে,أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ ١١
অথবা তাকওয়ার নির্দেশ দেয়?أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ ١٢
যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ١٣
সে কি জানেনা যে, নিঃসন্দেহে আল্লাহ দেখেন?أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ١٤
কখনো নয়, যদি সে বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে- হিঁচড়ে নিয়ে যাব।كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ ١٥
মিথ্যাবাদী, পাপিষ্ঠ কপাল।نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ ١٦
অতএব, সে তার সভাসদদের আহবান করুক।فَلۡيَدۡعُ نَادِيَهُۥ ١٧
অচিরেই আমি ডেকে নেব জাহান্নামের প্রহরীদেরকে।سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ ١٨
(19) কখনো নয়, তুমি তার আনুগত্য করবে না। আর সিজদা কর এবং নৈকট্য লাভ কর।Text Box: সিজদাكَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩ ١٩
সুরা আলাকع রুকু

PDF/Arabic

Sura Al Alaq

৯৫ সুরা তীন << সুরা আলাক >> ৯৭ সুরা ক্বদর


Posted

in

by

Comments

Leave a Reply