সুরা আলা বাংলা তরজমা Sura Al Ala in Words & Audio
১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি
৮৭ – সুরা আলা – আয়াত : ১৯, মাক্কী, রুকু ১
সুরা আলা Sura Al Ala mp3 Download
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ কর, | سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى ١ |
(2) যিনি সৃষ্টি করেন। অতঃপর সুসম করেন। | ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ ٢ |
(3) আর যিনি নিরূপণ করেন অতঃপর পথ নির্দেশ দেন। | وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ٣ |
(4) আর যিনি তৃণ-লতা বের করেন। | وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ ٤ |
(5) তারপর তা কালো খড়-কুটায় পরিণত করেন। | فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ ٥ |
(6) আমি তোমাকে পড়িয়ে দেব অতঃপর তুমি ভুলবে না। | سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ ٦ |
(7) আল্লাহ যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপন থাকে। | إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ ٧ |
(8) আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব। | وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ ٨ |
(9) অতঃপর উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসু হয়। | فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ ٩ |
(10) সে-ই উপদেশ গ্রহণ করে, যে ভয় করে । | سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ ١٠ |
(11) আর হতভাগাই তা এড়িয়ে যায়। | وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى ١١ |
(12) যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে। | ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ ١٢ |
(13) তারপর সে সেখানে মরবেও না এবং বাঁচবেও না। | ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ ١٣ |
(14) অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে, | قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ ١٤ |
(15) আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর সালাত আদায় করবে। | وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ١٥ |
(16) বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। | بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ١٦ |
(17) অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী। | وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ ١٧ |
(18) নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে। | إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ ١٨ |
(19) ইবরাহীম ও মূসার সহীফাসমূহে। | صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ ١٩ |
সুরা আলা | ع রুকু ১ |
PDF/Arabic

৮৬ সুরা তারিক<< সুরা আলা >> ৮৮ সুরা গাশিয়াহ
Leave a Reply