সুরা আলা বাংলা তরজমা Sura Al Ala in Words & Audio 87

সুরা আলা বাংলা তরজমা Sura Al Ala in Words & Audio

১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি

PDFArabicWords

৮৭ – সুরা আলা – আয়াত : ১৯, মাক্কী, রুকু ১

সুরা আলা Sura Al Ala mp3 Download

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ কর,سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى ١
(2) যিনি সৃষ্টি করেন। অতঃপর সুসম করেন।ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ ٢
(3) আর যিনি নিরূপণ করেন অতঃপর পথ নির্দেশ দেন।وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ٣
(4) আর যিনি তৃণ-লতা বের করেন।وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ ٤
(5) তারপর তা কালো খড়-কুটায় পরিণত করেন।فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ ٥
(6) আমি তোমাকে পড়িয়ে দেব অতঃপর তুমি ভুলবে না।سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ ٦
(7) আল্লাহ যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপন থাকে।إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ ٧
(8) আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব।وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ ٨
(9) অতঃপর উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসু হয়।فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ ٩
(10) সে-ই উপদেশ গ্রহণ করে, যে ভয় করে ।سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ ١٠
(11) আর হতভাগাই তা এড়িয়ে যায়।وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى ١١
(12) যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ ١٢
(13) তারপর সে সেখানে মরবেও না এবং বাঁচবেও না।ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ ١٣
(14) অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে,قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ ١٤
(15) আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর সালাত আদায় করবে।وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ١٥
(16) বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ।بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ١٦
(17) অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী।وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ ١٧
(18) নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে।إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ ١٨
(19) ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ ١٩
সুরা আলাع রুকু

PDF/Arabic

Sura Al Ala

৮৬ সুরা তারিক<< সুরা আলা >> ৮৮ সুরা গাশিয়াহ


Posted

in

by

Comments

2 responses to “সুরা আলা বাংলা তরজমা Sura Al Ala in Words & Audio 87”

Leave a Reply