সুরা আর রহমান তাফসীর । তাফসির উল কুরআন
সুরা আর রহমান তাফসীর । তাফসির উল কুড়ান >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা আর-রহমান আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ
অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৫৬ঃ সুরা আর রহমান তাফসীর
৩২৯১. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসুলুল্লাহ [সাঃআঃ] তাহাঁর সাহাবীদের উদ্দেশে বের হলেন। তিনি তাহাদের সম্মুখে শুরু হইতে শেষ পর্যন্ত সূরা আর-রহমান পাঠ করিলেন কিন্তু তারা নিশ্চুপ রইলেন। তিনি বলেনঃ এ সূরাটি আমি জিনদের সঙ্গে সাক্ষাতের রাতে তাহাদের সম্মুখে পাঠ করেছি। তোমাদের তুলনায় তারা ভাল উত্তর দিয়েছে। যখনই আমি তিলাওয়াত করেছি, “তোমরা জিন ও মানুষ নিজেদের প্রভুর কোন নিয়ামাতকে মিথ্যা প্রতিপন্ন করিবে” তখনই তারা বলেছে, “হে আমাদের রব! আমরা আপনার কোন নিআমাতই অস্বীকার করছি না, আপনার জন্যই সমস্ত প্রশংসা”।
হাসানঃ সহীহাহ [হাঃ২১৫০]। আবু ঈসা বলেন, এ হাদীসটি গারীব। এ হাদীস আমরা শুধুমাত্র ওয়ালীদ ইবনি মুসলিম হইতে, যুহাইর ইবনি মুহাম্মাদ-এর সূত্রে জেনেছি। আহমাদ ইবনি হাম্বাল [রঃ]বলেন, যে যুহাইর ইবনি মুহাম্মাদ সিরিয়া চলে গেছেন তিনি সে লোক নন যার মাধ্যমে ইরাকবাসী হাদীস রিওয়ায়াত করেন। মনে হয় তিনি স্বতন্ত্র লোক, লোকজন তার নামে বিভ্রাট করেছে, তার হইতে লোকেরা মুনকার হাদীস রিওয়ায়াত করিয়াছেন। আমি মুহাম্মাদ ইবনি ইসমাঈলকে বলিতে শুনিয়াছি, সিরিয়াবাসী যুহাইর ইবনি মুহাম্মাদ হইতে মুনকার হাদীস রিওয়ায়াত করেন এবং ইরাকবাসী তার মাধ্যমে সহীহ হাদীসের পর্যায়ের হাদীস রিওয়ায়াত করেন। – এই হাদিসটির তাহকিকঃ হাসান হাদিস
Leave a Reply