সুরা আন নাসর তেলাওয়াত Sura An Nasr in Words 110

সুরা আন নাসর তেলাওয়াত Sura An Nasr in Words

তাফসীরঃ বুখারী >> তিরমিজি

PDFArabicWords
১১৪ টি সুরা

১১০- সুরা আন নাসর -আয়াত : ৩, মাদানী, রুকু ১

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে,إِذَا جَآءَ نَصۡرُ ٱللَّهِ وَٱلۡفَتۡحُ ١
(2) আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দীনে দাখিল হতে দেখবে,وَرَأَيۡتَ ٱلنَّاسَ يَدۡخُلُونَ فِي دِينِ ٱللَّهِ أَفۡوَاجٗا ٢
(3) তখন তুমি তোমার রবের সপ্রশংস তাসবীহ পাঠ কর এবং তাঁর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি তাওবা কবূলকারী।فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا ٣
সুরা আন নাসরع রুকু

PDF/Arabic

Sura An Nasr

১০৯ সুরা কাফিরূন << সুরা আন নাসর >>১১১ সুরা লাহাব


Posted

in

by

Comments

Leave a Reply