সুরা নাস বাংলা তরজমা Sura An Nas in Words & Audio
তাফসীরঃ তিরমিজি
১১৪, সুরা নাস, আয়াত – ৬, মাক্কী, রুকু – ১
সুরা নাস বাংলা তরজমা আরবি সহ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে | بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
(1) বল, ‘আমি আশ্রয় চাই মানুষের রব, | قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ١ |
(2) মানুষের অধিপতি, | مَلِكِ ٱلنَّاسِ ٢ |
(3) মানুষের ইলাহ-এর কাছে, | إِلَٰهِ ٱلنَّاسِ ٣ |
(4) কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে দ্রুত আত্ম গোপন করে। | مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ ٤ |
(5) যে মানুষের মনে কুমন্ত্রণা দেয় | ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ ٥ |
(6) জিন ও মানুষ থেকে। | مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ ٦ |
সুরা নাস | ع রুকু ১ |
PDF/Image

১১৩ সুরা ফালাক << সুরা নাস
Leave a Reply