সুরা আনকাবুত তাফসির

সুরা আনকাবুত তাফসির

সূরা রূম ও সুরা আনকাবুত তাফসি >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন >> সুরা আনকাবুত আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

সুরা আনকাবুত তাফসির

৬৫/২৯.অধ্যায়ঃ পরিচ্ছেদ নাই।

সুরা (২৯) : আনকাবূত

মুজাহিদ বলেছেন, وَكَانُوْا مُسْتَبْصِرِيْنَ অর্থাৎ পথহারা। অন্যরা বলেছেন, الْحَيَوَانُ এবং الْحَيُّ শব্দ দুটি একই। فَلَيَعْلَمَنَّ اللهُ আল্লাহ আগে থেকেই তা জানতেন। এখানে ব্যবহৃত হয়েছে فَلِيَمِيْزَاللهُ (যেন আল্লাহ তাআলা চিহ্নিত করেন)-এর অর্থে। যেমন, আল্লাহ তাআলার বাণীঃ لِيَمِيْزَ اللهُ الْخَبِيْثَ مِنَالطَّيِّبِ أَثْقَالًا مَّعَ أَثْقَالِهِمْ (যেন আল্লাহ তাআলা খবীছকে ভাল থেকে পৃথক করেন) অর্থাৎ তাদের অপরাধের সঙ্গে।


Posted

in

by

Comments

Leave a Reply