সুরা আদিয়্যাত তেলাওয়াত Sura Al Adiyat in Words & Audio 100

সুরা আদিয়্যাত তেলাওয়াত Sura Al Adiyat in Words & Audio

১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি

PDFArabicWords

১০০ – সুরা আদিয়্যাত – আয়াত : ১১, মাক্কী, রুকু ১

সুরা আদিয়্যাত mp3 Download

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) কসম ঊর্ধশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির,وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا ١
(2) অতঃপর যারা ক্ষুরাঘাতে অগ্নি-স্ফূলিঙ্গ ছড়ায়,فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا ٢
(3) অতঃপর যারা প্রত্যুষে হানা দেয়,فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا ٣
(4) অতঃপর সে তা দ্বারা ধুলি উড়ায়,فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا ٤
(5) অতঃপর এর দ্বারা শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে;فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا ٥
(6) নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ ٦
(7) আর নিশ্চয় সে এর উপর (স্বয়ং) সাক্ষী হয়।وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ ٧
(8) আর নিশ্চয় ধন-সম্পদের লোভে সে প্রবল।وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ ٨
(9) তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে?۞أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ ٩
(10) আর অন্তরে যা আছে তা প্রকাশিত হবে।وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ ١٠
(11) নিশ্চয় তোমার রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ ١١
সুরা আদিয়্যাতع রুকু

Arabic/PDF

Sura Al Adiyat

৯৯ সুরা যিলযাল<< সুরা আদিয়্যাত >> ১০১সুরা ক্বারিয়া


Posted

in

by

Comments

2 responses to “সুরা আদিয়্যাত তেলাওয়াত Sura Al Adiyat in Words & Audio 100”

Leave a Reply