সুদখোর সুদদাতা ও সন্দেহজনক বস্তু পরিত্যাগ করা
সুদখোর এবং সুদদাতা উভয়ের জন্য অভিশাপ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৯. অধ্যায়ঃ সুদখোর এবং সুদদাতা উভয়ের জন্য অভিশাপ
২০. অধ্যায়ঃ হালাল গ্রহণ ও সন্দেহজনক বস্তু পরিত্যাগ করা
১৯. অধ্যায়ঃ সুদখোর এবং সুদদাতা উভয়ের জন্য অভিশাপ
৩৯৮৪. আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] অভিশাপ দিয়েছেন সুদখোরের প্রতি ও সুদদাতার প্রতি। রাবী বলেন, আমি বললানঃ এর লেখকের প্রতি ও সাক্ষী দুজনের প্রতিও। তিনি বলেন, আমরা কেবল তাই বর্ণনা করি যা আমরা শুনেছি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৪৭, ইসলামিক সেন্টার-৩৯৪৬]
৩৯৮৫. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] লানত করিয়াছেন সুদখোরের উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর ও তার সাক্ষী দুজনের উপর এবং বলেছেন এরা সবাই সমান।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৪৮, ইসলামিক সেন্টার-৩৯৪৭]
২০. অধ্যায়ঃ হালাল গ্রহণ ও সন্দেহজনক বস্তু পরিত্যাগ করা
৩৯৮৬. নুমান ইবনি বাশীর [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি শুনেছিঃ অর্থাৎ- বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] -কে বলিতে শুনেছি, রাবী বলেনঃ [এ সময় নুমান তাহাঁর আঙ্গুল দটি দ্বারা কানের দিকে ইশারা করেন, নিশ্চয়ই হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এ উভয়ের মাঝে রয়েছে সন্দেহজনক বিষয়, অনেক লোকই সেগুলো জানে না। যে ব্যাক্তি এসব সন্দেহজনক বিষয় থেক দূরে থাকে সে তার দ্বীন ও মর্যাদাকে নিরাপদের রাখে, আর যে লোক সন্দেহজনক বিষয়ে পতিত হইবে সে হারামের মধ্যে লিপ্ত হয়ে পড়বে। যেমন কোন রাখাল সংরক্ষিত চারণভূমির পাশে পশু চরায়, আশংকা রয়েছে সে পশু তার ভেতরে গিয়ে ঘাস খাবে। সাবধান! প্রত্যেক রাজারই সংরক্ষিত এলাকা থাকে, সাবধান! আল্লাহর সংরক্ষিত এলাকা হলো তাহাঁর হারামকৃত বিষয়গুলো। জেনে রেখো, দেহের মধ্যে এক টুকরা গোশ্ত আছে। যখন তা সুস্থ থাকে তখন সমস্ত দেহই সুস্থ থকে। আর যখন তা নষ্ট হয়ে যায় তখন সমস্ত দেহই নষ্ট হয়ে যায়। স্মরণ রেখো, তা হলো কাল্ব হৃদয়।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৪৯, ইসলামিক সেন্টার-৩৯৪৮]
৩৯৮৭. যাকারীয়্যা [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
যাকারীয়্যা [রহমাতুল্লাহি আলাইহি] -এর সূত্রে উক্ত সানাদে এরূপ বর্ণনা করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৫০, ইসলামিক সেন্টার-৩৯৪৮]
৩৯৮৮. নুমান ইবনি বাশীর [রাদি.] নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। অবশ্য যাকারিয়্যা [রহমাতুল্লাহি আলাইহি] বর্ণিত হাদীস তাদের হাদীস থেকে অধিক পূর্ণ ও অধিক পরিচিত।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৫১, ইসলামিক সেন্টার-৩৯৫০]
৩৯৮৯. নুমান ইবনি বাশীর ইবনি সাদ [রাদি.] হইতে বর্ণীতঃ
যিনি ছিলেন রসূলুল্লাহ [সাঃআঃ] -এর একজন সঙ্গী। তিনি হিম্সে লোকদের উদ্দেশে বক্তৃতা দিচ্ছিলেন। তিনি বলছিলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] -কে বলিতে শুনেছি যে, হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। অতঃপর তিনি শাবী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে যাকারিয়্যা [রহমাতুল্লাহি আলাইহি] বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন তার উক্তি। “আশঙ্কা রয়েছে সেটার ভেতরে চলে যাওয়ার” পর্যন্ত। [ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৫২, ইসলামিক সেন্টার-৩৯৫১]
Leave a Reply