সুদ
সুদ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৪. অধ্যায়ঃ সুদ
৩৯৪৬. আবু সাঈদ খুদ্রী [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান না হলে বিক্রি করো না, সেটার এক অংশ অন্য অংশ অপেক্ষা বেশী করো না। আর রূপার বিনিময়ে রূপা সমান সমান না হলে বিক্রি করো না এবং সেটার এক অংশ অপর অংশ অপেক্ষা বেশী করো না। আর সেটার কোনটিকেই নগদের বিনিময়ে বাকীতে বিক্রি করো না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯০৯, ইসলামিক সেন্টার-৩৯০৮]
৩৯৪৭. নাফি [রহমাতুল্লাহি আলাইহি] -এর সুত্রে হইতে বর্ণীতঃ
লায়স গোত্রের এক ব্যাক্তি ইবনি উমর [রাদি.]-কে বলিল যে, আবু সাঈদ খুদ্রী [রাদি.] রসূলুল্লাহ [সাঃআঃ] থেকে এটা বর্ণনা করেছেনঃ কুতাইবাহ্র বর্ণনা রয়েছে এটা শুনে আবদুল্লাহ নাফি [রহমাতুল্লাহি আলাইহি]- কে সঙ্গে নিয়ে চলে গেলেন। আর ইবনি রুমহ্ [রহমাতুল্লাহি আলাইহি] -এর বর্ণনা মতে নাফি [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, এরপর আবদুল্লাহ [রহমাতুল্লাহি আলাইহি] চলে গেলেন, আমিও লায়সী গোত্রের লোকটি আমাকে জানিয়েছে যে, আপনি এ কথা প্রচার করছেন- রসূলুল্লাহ [সাঃআঃ] রুপার বিনিময়ে রুপা সমান পরিমাণ ব্যতীত বিক্রি করিতে নিষেধ করিয়াছেন, তদ্রুপ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ পরিমাণের সমান ব্যতীত বিক্রি করিতে নিষেধ করিয়াছেন। তখন আবু সাঈদ [রাদি.] আপন অঙ্গুলি দ্বারা তাহাঁর দুচোখ ও দুকানের দিকে ইঙ্গিত করে বলিলেন, আমার চক্ষুদ্বয় দেখেছে ও কর্ণদ্বয় শুনেছে রসূলুল্লাহ [সাঃআঃ] -কে এ কথা বলিতে যে, তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বিক্রি করো না এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য বিক্রি করো না, সমান সমান পরিমাণ ব্যতিত। আর তোমরা সেটার এক অংশকে অন্য অংশ অপেক্ষা বেশী করো না এবং হাতে হাতে ব্যতীত নগদের বিনিময়ে বাকীতে বিক্রি করো না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯১০, ইসলামিক সেন্টার-৩৯০৯]
৩৯৪৮. আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ
আবু সাঈদ খুদরী [রাদি.] থেকে নবী [সাঃআঃ] -এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯১১, ইসলামিক সেন্টার-৩৯১০]
৩৯৪৯. আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে রৌপ্য ওজন ও পরিমাণ সমান সমান হওয়া ব্যতিরেকে বিক্রি করো না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯১২, ইসলামিক সেন্টার-৩৯১১]
৩৯৫০. উসমান ইবনি আফফান [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমরা এক দীনারকে দু দীনারের বিনিময়ে এবং এক দিরহামকে দু দিরহামের বিনিময়ে বিক্রি করো না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯১৩, ইসলামিক সেন্টার-৩৯১২]
Leave a Reply