সিহাহ সিত্তাহ কি
সিহাহ সিত্তাহ কি ? হাদীসের প্রধান ছয়টি গ্রন্থকে একত্রিতভাবে সিহাহ সিত্তাহ বলা হয়ে থাকে। সিহাহ সিত্তাহ দ্বারা “নির্ভুল ৬” বোঝানো হয়। এই গ্রন্থগুলো ইসলাম ধর্মের হযরত মুহাম্মাদ (সাঃআঃ) ইবনে আব্দুল্লাহ – এর মৃত্যুর ২০০ বছর পর সংগৃহিত হয়েছে ৬ জন সংগ্রহকারীর দ্বারা।
সিহাহ সিত্তাহ কি এবং গ্রন্থসমূহ
সহিহ বুখারী ২৫৬হিঃ, সংগ্রাহকঃ ইমাম বুখারী – অন্তর্ভুক্তি সংখ্যাঃ ৭২৭৫ টি হাদীস
সহীহ মুসলিম ২৬১হিঃ, সংগ্রাহকঃ মুসলিম বিন হাজ্জাজ -অন্তর্ভুক্তি সংখ্যাঃ ৯২০০ টি হাদীস
সুনানে নাসাই, সংগ্রাহকঃ ইমাম নাসাই – অন্তর্ভুক্তি সংখ্যাঃ ৫৭৫৮ টি হাদীস
সুনান আবু দাউদ ২৭৫হিঃ, সংগ্রাহকঃ আবু দাউদ – অন্তর্ভুক্তি সংখ্যাঃ ৫১৮৪ টি হাদীস
সুনান তিরমিযী ২৭৯হিঃ , সংগ্রাহকঃ মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি – অন্তর্ভুক্তি সংখ্যাঃ ৩৬০৮ টি হাদীস
সুনান ইবনে মাজাহ ২৭৫হিঃ, সংগ্রাহকঃ ইবনে মাজাহ – অন্তর্ভুক্তি সংখ্যাঃ ৪৩৪১ টি হাদীস
সিহাহ সিত্তাহ সংগ্রাহকবৃন্দ
মুহাম্মাদ ইবনি ইসমাইল আল মুহাম্মাদ আল বুখারী; তিনি সহীহ বুখারী সংগ্রাহক, যা তিনি ১৬ বছর ধরে সংকলন করেছেন। সাধারণভাবে বলা হয়ে থাকে যে, ইমাম বুখারী বলেছেন, তিনি নামাজ না পড়ে ও নিশ্চিৎ না হয়ে কোন হাদীস লিপিবদ্ধ করেননি।
মুসলিম ইবনে আ -হাজ্জাজ; তিনি সহীহ মুসলিম এর সংগ্রাহক, যা নির্ভরযোগ্যতার দিক থেকে সহীহ বুখারী গ্রন্থের পরই অবস্থান করে।
আবু দাউদ সুলাইমান ইবনে আসহাত আল সিজিস্তানি, তিনি আরবীয় বংশোদ্ভূত পারসীয়ান, সংকলকঃ ইমাম আবূ দাউদ সুলায়মান ইবনুল আশআস আস সিজিস্তানী
(রহমাতুল্লাহ আলাইহি ) ৷ প্রকৃত নামঃ সুলাইমান, উপনাম আবু দাউদ, বাবার নাম আশয়াস, দাদার নাম ইসহাক। আফগানিস্তানের অন্তর্গত কান্দাহার ও চিশতের কাছে সিস্তান নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। জন্মঃ ২০২ হিজরী সনে ৷ মৃত্যুঃ ২৭৫ সনে ৷
মুহাম্মাদ ইবনে ইসা আল-তিরমিজি, তিনি জামি’ আত-তিরমিজি এর সংগ্রাহক। তিনি ইমাম বুখারীর ছাত্র ছিলেন
আবু আবদ আল রহমান আল-নাসায়ী, তিনি সুনানে নাসাই এর সংগ্রাহক। তিনি খোরাসান-এর অধিবাসী , হাদীসঃ সুনানে নাসাঈ শরীফ, সঙ্কলকঃ ইমাম নাসাই, জন্ম: ২১৫ হিঃ
নাসা, তুর্কমেনিস্তান, মৃত্যু: ৩০৩ হিজরী , রামলা বা মক্কা
ইবনে মাজাহ আল কুয়াজুইনী, তিনি সুনান-এ-ইবনে মাজাহ এর সংগ্রাহক।
Leave a Reply