সিরকার ফযিলত এবং তা সালুন হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে
সিরকার ফযিলত এবং তা সালুন হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩০. অধ্যায়ঃ সিরকার ফযিলত এবং তা সালুন হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে
৫২৪৫. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] বলেছেনঃ সিরকা তো খুব মজাদার সালুন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৭৭, ইসলামিক সেন্টার- ৫১৮৯]
৫২৪৬. সুলাইমান ইবনি বিলাল [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উল্লেখিত সূত্রে হাদীসটি বর্ণিত রয়েছে। তবে তিনি [… আরবি] বলেছেন […আরবি] বলে শব্দের মাঝে কোন সংশয় প্রকাশ করেননি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৭৮, ইসলামিক সেন্টার- ৫১৯০]
৫২৪৭. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] তাহাঁর গৃহের লোকদের নিকট সালুন চাইলে তাঁরা বললো, সিরকা ব্যতীত আমাদের নিকট ভিন্ন কিছু নেই। সে সময় তিনি তাই নিয়ে আসতে বলিলেন এবং খাওয়ার সময় বলিলেন, সিরকা কত ভাল তরকারি, সিরকা কত চমৎকার তরকারি!
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৭৯, ইসলামিক সেন্টার- ৫১৯১]
৫২৪৮. নাফি হইতে বর্ণীতঃ
তিনি জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.]-কে বলিতে শুনেছেন যে, একবার রসূলুল্লাহ [সাঃআঃ] আমার হাত ধরে স্বীয় ঘরে গেলেন। [খাদেম] এক খণ্ড রুটি তাহাঁর সম্মুখে পেশ করলে তিনি বললেনঃ কোন তরকারি কি নেই? তারা বলিল, না। তবে অল্প কিছু সিরকা রয়েছে। তিনি বলিলেন, সিরকা তো ভাল তরকারি।
জাবির [রাদি.] বলেন, আল্লাহ্র নবী [সাঃআঃ] থেকে এ কথা শুনার পর আমি সিরকা পছন্দ করিতে থাকি। তাল্হাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আমিও জাবির [রাদি.]-এর কাছে এ কথা শুনার পর হইতে সিরকা পছন্দ করিতে লাগলাম।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৮০, ইসলামিক সেন্টার- ৫১৯২]
৫২৪৯. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] [একদা] তার হাত ধরে স্বীয় ঘরে গেলেন। অতঃপর রাবী সিরকা কত উত্তম তরকারি- পর্যন্ত ইবনি উলাইয়্যাহ্ [রহমাতুল্লাহি আলাইহি]-এর হাদীসের অবিকল বর্ণনা করিয়াছেন। তবে তিনি এর পরবর্তী অংশ উল্লেখ করেননি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৮১, ইসলামিক সেন্টার- ৫১৯৩]
৫২৫০. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি আমার গৃহে বসা ছিলাম। তখন রসূলুল্লাহ [সাঃআঃ] আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আমাকে ইঙ্গিত করলে আমি তাহাঁর নিকট উঠে গেলাম। তিনি আমার হাত ধরলেন। অতঃপর আমরা চললাম। পরিশেষে তিনি তাহাঁর কোন এক সহধর্মিণীর ঘরে এসে ঢুকলেন। অতঃপর তিনি আমাকে প্রবেশাধিকার দিলে আমি পর্দার ভিতরে ঢুকলাম। তিনি বললেনঃ কিছু খাবার আছে কি? তাঁরা বলিলেন, হ্যাঁ। পরে তিন টুকরো রুটি আনা হলো এবং তা দস্তরখানে রাখা হলো। রসূলুল্লাহ [সাঃআঃ] একটি টুকরো নিয়ে তাহাঁর সম্মুখে রাখলেন। অপর একটি নিয়ে আমার সম্মুখে রাখলেন। অতঃপর তৃতীয় টুকরোটি দুখণ্ড করিলেন এবং এটির অর্ধেক তাহাঁর সামনে অবশিষ্ট অর্ধেক আমার সামনে রাখলেন। এরপর বললেনঃ কোন সালুন আছে কি? তাঁরা বললেনঃ সামান্য পরিমাণ সিরকা আছে। তিনি বলিলেন, তাই নিয়ে আসো। সেটা তো খুব ভালো তরকারি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৮২, ইসলামিক সেন্টার- ৫১৯৪]
Leave a Reply