সিয়াম কাযা করা
সিয়াম কাযা করা >> মিশকাতুল মাসাবীহ এর মুল সুচিপত্র দেখুন
পর্বঃ ৭, অধ্যায়ঃ ৫
- অধ্যায়ঃ ৫. প্রথম অনুচ্ছেদ
- অধ্যায়ঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ
- অধ্যায়ঃ ৫. তৃতীয় অনুচ্ছেদ
অধ্যায়ঃ ৫. প্রথম অনুচ্ছেদ
২০৩০. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রমাযান [রমজান] মাসের সওমের কাযা আমি শুধু শাবান মাসেই করিতে পারি। ইয়াহ্ইয়া ইবনি সাঈদ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমাতে ব্যস্ত থাকায় অথবা বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমাতের ব্যস্ততা আয়িশাহকে [শাবান মাস ছাড়া অন্য কোন মাসে] কাযা সওম আদায়ের সুযোগ দিত না।{১}
{১} সহীহ : বোখারী ১৯৫০, মুসলিম ১১৪৬, আবু দাউদ ২৩৯৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮২১০। সিয়াম কাযা করা -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২০৩১. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন নারীর উচিত নয় স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া নফল সওম পালন করা। ঠিক তেমনই কোন নারীর জন্য স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে প্রবেশ করার অনুমতি দেয়াও অনুচিত। {১}
{১} সহীহ : বোখারী ৫১৯৫, মুসলিম ১০২৬, সহীহ ইবনি হিববান ৪১৭০, ইরওয়া ২০০৪, সহীহ আত তারগীব ১৯৪২, সহীহ আল জামি ৭৬৪৭। সিয়াম কাযা করা -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২০৩২. মুআযাহ্ আল আদাবিয়্যাহ্ [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীতঃ
তিনি উম্মুল মুমিনীনাহ্ আয়িশাহ্ [রাদি.]-কে জিজ্ঞেস করিলেন, ঋতুবতী মহিলাদের সওম কাযা করিতে হয়, অথচ নামাজ কাযা করিতে হয় না, কারণ কী? আয়িশাহ্ [রাদি.] বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবদ্দশায় আমাদের যখন মাসিক হত, তখন সওম কাযা করার হুকুম দেয়া হত। কিন্তু নামাজ কাযা করার হুকুম দেয়া হত না।{১}
{১} সহীহ : মুসলিম ৩৩৫, আবু দাউদ ২৬৩, মুসান্নাফ আবদুর রাযযাক্ব ১২৭৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮১১২, ইরওয়া ২০০। সিয়াম কাযা করা -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২০৩৩. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে অথচ তার সওম অনাদায়ী ছিল, এ ক্ষেত্রে তার ওয়ারিসগণ সওমের কাযা আদায় করে দেবে।{১}
{১} সহীহ : বোখারী ১৯৫২, মুসলিম ১১৪৭, আবু দাউদ ২৪০০, সহীহ ইবনি খুযায়মাহ্ ২০৫২, দারাকুত্বনী ২৩৩৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮২২১, সহীহ ইবনি হিববান ৩৫৬৯, রিয়াযুস্ সলিহীন ১৮৬৭, সহীহ আল জামি ৬৫৪৭। সিয়াম কাযা করা -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
অধ্যায়ঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ
২০৩৪. নাফি ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করিয়াছেন। তিনি [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেনঃ যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে অথচ তার ওপর সওম আদায়ের দায়িত্ব ছিল, এমতাবস্থায় তার তরফ থেকে [তার ওয়ারিসগণকে] প্রতিটি সওমের পরিবর্তে একজন মিসকীনকে খাবার খাইয়ে দিতে হবে। [তিরমিজি; ঈমাম তিরমিজি বলেন, এ হাদিসটির ব্যাপারে সঠিক কথা হলো, এটি ইবনি উমার পর্যন্ত মাওকূফ। এটি তাহাঁর কথা {অর্থাৎ- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা নয়]।]{১}
{১} জইফ : তিরমিজি ৭১৮, ইবনি মাজাহ ১৭৫৭, সহীহ ইবনি খুযায়মাহ্ ২০৫৬, জইফ আল জামি ৫৮৫৩। কারণ এর সানাদে মুহাম্মাদ ইবনি আবদুর রহমান ইবনি আবী লায়লা একজন প্রসিদ্ধ দুর্বল রাবী । এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
অধ্যায়ঃ ৫. তৃতীয় অনুচ্ছেদ
২০৩৫. মালিক [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীতঃ
তাহাঁর পর্যন্ত এ বর্ণনাটি পৌঁছেছে যে, ইবনি উমার [রাদি.] কে জিজ্ঞেস করা হত, কোন ব্যক্তি কি অন্য কোন ব্যক্তির পক্ষ থেকে সওম আদায় করে দিতে পারে, কিংবা নামাজ আদায় করে দিতে পারে? এ প্রশ্নের জবাবে ইবনি উমার বলিতেন, কোন লোকের পক্ষ থেকে কেউ না নামাজ আদায় করিতে পারে আর না কেউ সওম রাখতে পারে। {১}
{১} জইফ : মুয়াত্ত্বা মালিক ১০৬৯। এর সানাদটি মুন্ক্বতি । এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
২০৩৬. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন [নফল] সওম রাখা শুরু করিতেন, এমনকি আমরা বলতাম, তিনি [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কি এখন সওম বন্ধ করিবেন না। আবার তিনি [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] যখন সওম রাখা ছেড়ে দিতেন আমরা বলতাম, এখন তিনি [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কি আর সওম রাখবেন না। রমাযান [রমজান] ছাড়া অন্য কোন মাসে তাঁকে পূর্ণ মাস সওম রাখতে দেখিনি। আর শাবান ছাড়া অন্য কোন মাসে তাঁকে আমি এত বেশী সওম রাখতে দেখিনি। আর একটি বর্ণনায় রয়েছে তিনি {আয়িশাহ্ [রাদি.]] বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিন ছাড়া শাবানের গোটা মাস সওম পালন করিতেন।]{১}
{১} সহীহ : বোখারী ১৯৬৯, মুসলিম ১১৫৬, আবু দাউদ ২৪৩৪, নাসায়ী ২১৭৭, মুয়াত্ত্বা মালিক ১০৯৮, মুসান্নাফ আবদুর রাযযাক্ব ৭৮৬১, আহমাদ ২৪৭৫৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৪২৭, সহীহ ইবনি হিববান ৩৬৪৮, সহীহ আত তারগীব ১০২৪। সিয়াম কাযা করা -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
Leave a Reply