সাদ ইবনু আবু ওক্কাস যুহরীর (রাদি.) মর্যাদা।

সাদ ইবনু আবু ওক্কাস যুহরীর (রাদি.) মর্যাদা।

সাদ ইবনু আবু ওক্কাস যুহরীর (রাদি.) মর্যাদা। >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন

৬২/১৫. অধ্যায়ঃ সাদ ইবনু আবু ওক্কাস যুহরীর (রাদি.) মর্যাদা।

৩৭২৫

সাদ (রাদি.) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, ওহুদ যুদ্ধে নাবী (সাঃআঃ) আমার জন্য তাহাঁর মাতা-পিতাকে একত্র করেছিলেন, (তোমার উপর আমার মাতা-পিতা কুরবান হোক)।

(আঃপ্রঃ ৩৪৪৭, ইঃফাঃ ৩৪৫৪)

৩৭২৬

সাদ (রাদি.) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আমাকে খুব ভালভাবে জানি, ইসলাম গ্রহণ করার ব্যাপারে আমি ছিলাম তৃতীয় ব্যক্তি।

(আঃপ্রঃ ৩৪৪৮, ইঃফাঃ ৩৪৫৫)

৩৭২৭

সাদ ইবনু আবু ওয়াক্কাস (রাদি.) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, যেদিন আমি ইসলাম গ্রহণ করি সেদিন [এর পূর্বে খাদীজাহ (রাদি.) ও আবু বকর (রাদি.) ব্যতীত] অন্য কেউ ইসলাম গ্রহণ করেনি। আমি সাতদিন এমনিভাবে অতিবাহিত করেছি যে, আমি ইসলাম গ্রহণে তৃতীয় জন ছিলাম।

(আঃপ্রঃ ৩৪৪৯, ইঃফাঃ ৩৪৫৬)

৩৭২৮

কায়েস (রহমাতুল্লাহি আলাইহি) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি সাদ (রাদি.)-কে বলিতে শুনিয়াছি যে, আরবদের মধ্যে আমিই সেই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় প্রথম তীর নিক্ষেপ করেছে। আমরা নাবী (সাঃআঃ)-এর সঙ্গে থেকেই লড়াই করেছি। তখন গাছের পাতা ছাড়া আমাদের কোন খাবার ছিল না। এমনকি আমাদের উট অথবা ছাগলের মত বড়ির ন্যায় মল ত্যাগ করিতে হত। আর এখন বনূ আসাদ আমাকে ইসলামের ব্যাপারে লজ্জা দিচ্ছে। আমি তখন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হব এবং আমার আমলসমূহ নষ্ট হইবে। বনূ আসাদ উমার (রাদি.) এর নিকট সাদ (রাদি.)-এর বিরুদ্ধে যথা নিয়মে সলাত আদায় না করার অভিযোগ করেছিল। আবু আবদুল্লাহ ইমাম বুখারী (রহমাতুল্লাহি আলাইহি) বলেন ইসলামের তৃতীয় ব্যক্তি দ্বারা তিনি বলিতে চান যে, নাবী (সাঃআঃ)-এর সঙ্গে যারা প্রথমে ইসলাম এনেছিল আমি এদের তিন জনের তৃতীয়।

(আঃপ্রঃ ৩৪৪৯, ইঃফাঃ ৩৪৫৭)

Comments

Leave a Reply