কাজ-কর্মে সহজ পন্থা অবলম্বন ও ঘৃণা-বিদ্বেষ না ছড়ানোর নির্দেশনা
কাজ-কর্মে সহজ পন্থা অবলম্বন ও ঘৃণা-বিদ্বেষ না ছড়ানোর নির্দেশনা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩. অধ্যায়ঃ কাজ-কর্মে সহজ পন্থা অবলম্বন ও ঘৃণা-বিদ্বেষ না ছড়ানোর নির্দেশনা
৪৪১৭. আবু মূসা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] যখন তাহাঁর কোন সাহাবীকে কোন কাজে পাঠাতেন, তখন তাঁকে এ কথা বলিতেন যে, তোমরা লোকদেরকে শুভ সংবাদ দেবে; ঘৃণা-বিদ্বেষ ছড়াবে না, সহজ করিবে; কঠিন করিবে না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৭৫, ইসলামিক সেন্টার- ৭৩৭৫]
৪৪১৮. সাঈদ ইবনি আবু বুরদাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] তার দাদা হইতে বর্ণীতঃ
নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তাঁকে এবং মুআয [রাদি.] -কে যখন ইয়ামানে পাঠান তখন উপদেশ দিলেন তোমরা উভয়েই [সেখানে] সহজ পথ অবলম্বন করিবে, কঠিন পথ গ্রহণ করিবে না, সুসংবাদ দেবে, ঘৃণা-বিদ্বেষ ছড়াবে না, সম্মিলিতভাবে কাজ করিবে এবং মতবিরোধ করিবে না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৭৬, ইসলামিক সেন্টার- ৪৩৭৬]
৪৪১৯. সাঈদ ইবনি আবু বুরদাহ [রহমাতুল্লাহি আলাইহি] -এর দাদার সূত্র হইতে বর্ণীতঃ
নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] থেকে উল্লেখিত শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] -এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন। কিন্তু যায়দ ইবনি আবু উনাইসাহ্ [রাদি.] -এর হাদীসে “এবং সম্মিলিতভাবে কাজ করিবে, মতবিরোধ করিবে না” এ অংশটুকু উল্লেখ নেই।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৭৭, ইসলামিক সেন্টার- ৪৩৭৭]
৪৪২০. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
আমি শুনেছি রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন, সহজভাবে কাজ করিবে, কঠিনতা আরোপ করিবে না, স্বস্তি [আরাম] প্রদান করিবে এবং ঘৃণা-বিদ্বেষ ছড়াবে না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৭৮, ইসলামিক সেন্টার- ৪৩৭৮]
Leave a Reply