সফরে দোআ করা মুস্তাহাব -রিয়াদুস সালেহীন হাদিস থেকে
সফরে দোআ করা মুস্তাহাব -রিয়াদুস সালেহীন হাদিস থেকে >> রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর একটি পরিচ্ছেদের হাদিস পড়ুন
পরিচ্ছেদ – ১৭২: সফরে দোআ করা মুস্তাহাব
1/987 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: « ثَلاَثُ دَعَوَاتٍ مُسْتَجَابَات لاَ شَكَّ فِيهِنَّ: دَعْوَةُ المَظْلُومِ، وَدَعْوَةُ المُسَافِرِ، وَدَعْوَةُ الوَالِدِ عَلَى وَلَدِهِ ». رواه أَبُو داود والترمذي، وَقَالَ:«حديث حسن » . وليس في رواية أَبي داود: « عَلَى وَلَدِهِ » .
১/৯৮৭। আবূ আব্দুল্লাহ রাঃআঃ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃআঃ বলেছেন, ‘‘তিন জনের দো‘আ সন্দেহাতীতভাবে গৃহীত হয়ঃ [১] নির্যাতিত ব্যক্তির দো‘আ, [২] মুসাফিরের দো‘আ এবং [৩] ছেলের জন্য মাতা-পিতার বদ-দো‘আ।’’ [আবূ দাউদ, তিরমিযী হাসান][1]
আবূ দাউদের বর্ণনায় ‘‘ছেলের জন্য’’ শব্দগুলি নেই। [অর্থাৎ তাতে আছে, ‘‘পিতা-মাতার দো‘আ।’’]
[1] আবূ দাউদ ১৫৩৬, তিরমিযী ১৯০৫, ৩৪৪৮, ইবনু মাজাহ ৩৮৬২, আহমাদ ৭৪৫৮, ৮৩৭৫, ৯৮৪০, ১০৩৩০, ১০৩৯২
Leave a Reply