গর্ভবতী যুদ্ধবন্দিনী দাসীর সাথে সঙ্গম করা হারাম

গর্ভবতী যুদ্ধবন্দিনী দাসীর সাথে সঙ্গম করা হারাম

গর্ভবতী যুদ্ধবন্দিনী দাসীর সাথে সঙ্গম করা হারাম >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২৩. অধ্যায়ঃ গর্ভবতী যুদ্ধবন্দিনী দাসীর সাথে সঙ্গম করা হারাম

৩৪৫৪. আবু দারদা [রাদি.] হইতে বর্ণীতঃ

একদা আসন্ন প্রসবা জনৈকা গর্ভবতী দাসীকে তাঁবুর দরজায় আনা হয়। তখন নবী [সাঃআঃ] বললেনঃ সম্ভবত ঐ ব্যক্তি তার সাথে সঙ্গম করিতে চায়। লোকেরা বলিল, হাঁ। তখন রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ আমি মনে করেছি, তাকে এমন লানাত দেই, যে লানাতসহ সে ক্ববরে প্রবেশ করে। কিভাবে সে তাকে [দাসীর গর্ভস্থ সন্তানকে] ওয়ারিস বানাবে অথচ তা তার জন্য বৈধ নয়? কেমন করে সে তাকে [সন্তানকে] খাদিম বানাবে অথচ সে তার জন্য বৈধ নয়।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৪২৭, ইসলামিক সেন্টার- ৩৪২৬]

৩৪৫৫. শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] সুত্র হইতে বর্ণীতঃ

এই সানাদে বর্ণিত।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৪২৮, ইসলামিক সেন্টার- ৩৪২৭]


Posted

in

by

Comments

One response to “গর্ভবতী যুদ্ধবন্দিনী দাসীর সাথে সঙ্গম করা হারাম”

Leave a Reply