শৌচকার্য অবস্থায় কথাবার্তা
<< সহীহ আত তারগীব ওয়াত তারহীব হাদীস বই এর মুল সুচিপত্র << শৌচকার্য অবস্থায় কথাবার্তা বলার প্রতি ভীতি প্ৰদৰ্শন
পরিচ্ছেদঃ শৌচকার্য অবস্থায় কথাবার্তা বলার প্রতি ভীতি প্ৰদৰ্শনঃ
১৫৫ -আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ
নাবী [সাঃআঃ] বলেছেনঃ “দুজন মানুষ যেন একত্রে শৌচকার্যে বসে পরস্পরে গোপনে কথাবার্তা না বলে এবং একজন অপরজনের লজ্জাস্থান না দেখে। কেননা আল্লাহ তা ঘৃণা করেন।”
[হাদীসটি বর্ণনা করিয়াছেন আবু দাউদ, ইবনি মাজাহ ও ইবনি খুযায়মা] এ হাদীছের বাক্য ইবনি মাজাহ থেকে চয়ন করা হয়েছে।
ইবনি খুযায়মার বর্ণনা আবু দাউদের মতই। তাঁদের বর্ণনায়ঃ তিনি বলেন, আমি শুনিয়াছি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে একথা বলতেঃ
“দুজন লোক যেন শৌচকার্যে বের হয়ে লজ্জাস্থান উন্মুক্ত রেখে পরস্পরের সাথে কথা না বলে। কেননা আল্লাহ তা ঘৃণা করেন।” হাদিসের তাহকিকঃ সহিহ লিগাইরিহি
১৫৬ -আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ “দুজন শৌচকার্যে বের হয়ে একত্রে বসে লজ্জাস্থান উন্মুক্ত রেখে পরস্পরের সাথে যেন কথা না বলে। কেননা আল্লাহ তা ঘৃণা করেন।”
[ত্বাবরানী {আওসাত গ্রন্থে} হাদীসটি বর্ণনা করিয়াছেন] হাদিসের তাহকিকঃ সহিহ লিগাইরিহি
Leave a Reply