রাতের আকস্মিক হামলায় অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যা য় দোষ নেই

রাতের আকস্মিক হামলায় অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যা য় দোষ নেই

রাতের আকস্মিক হামলায় অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যা য় দোষ নেই >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৯. অধ্যায়ঃ রাতের আকস্মিক হামলায় অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যা য় দোষ নেই

৪৪৪১. সাব ইবনি জাসসামাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]-কে জিজ্ঞেস করা হলো, মুশরিকদের শিশু সন্তান সম্পর্কে যখন রাতের অন্ধকারে আকস্মিক হামলা করা হয়, তখন তাদের নারী ও শিশুরাও আক্রান্ত হয়। তখন রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বললেনঃতারাও তাদের [মুশরিক যোদ্ধাদের] অন্তর্ভুক্ত। {৩৪}

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৯৯, ইসলামিক সেন্টার- ৪৩৯৯]

{৩৪} রাতের আঁধারে তাদের আলাদা করা যায় না বিধায় দুনিয়ার হিসেবে তারা পুরুষ যোদ্ধাদের মধ্যে শামিল। তবে পরকালে কাফিরদের সন্তানদের অবস্থা কি হইবে সে ব্যাপারে ভিন্নতর মতামত রয়েছে। বিশুদ্ধ মত হলো তারা জান্নাতী। দ্বিতীয় মত হলো, তারা জাহান্নামী। তৃতীয় মত হলো, জানা নেই। [শারাহে মুসলিম-ঈমাম নাবাবী, ২য় খণ্ড, ৮৪ পৃষ্ঠা]

৪৪৪২. সাব ইবনি জাসসামাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল! আমরা রাতের অন্ধকারে আকস্মিক হামলায় মুশরিকদের শিশুদের উপরও আঘাত করে ফেলি। রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলিলেন, তারাও তাদের [মুশরিক যোদ্ধাদের] মধ্যে গণ্য।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪০০, ইসলামিক সেন্টার- ৪৪০০]

৪৪৪৩. সাব ইবনি জাসসামাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]-কে জিজ্ঞেস করা হলো, যদি অশ্বারোহীগণ রাতের অন্ধকারে হামলা চালায় এবং তাতে মুশরিকদের শিশু সন্তান নিহত হয়, [তবে এর হুকুম কী]? তিনি বললেনঃতারাও তাদের পিতা ও দাদার মধ্যে গণ্য।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪০১, ইসলামিক সেন্টার- ৪৪০১]


Posted

in

by

Comments

Leave a Reply